সিম্ফনি এইচ৩০০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিম্ফনি এইচ ৩০০
ব্র্যান্ডসিম্ফনি
মডেলএইচ৩০০
সামঞ্জস্যপূর্ণ নেটওয়ার্ক২জি, ৩জি
ধরনস্মার্টফোন
সিপিইউ১ দশমিক ৪ গিগাহার্টজ অক্টা কোর৷ [১]
জিপিইউম্যালি ৪৬০ এমপি৪ [২]
মেমোরি১৬ জিবি [২]
সংরক্ষণাগার২ জিবি [২]
ব্যাটারিলাই-অন ব্যাটারি, ২৫০০ এমএএইচ [২]
প্রদর্শন৫ ইঞ্চি [২]

সিম্ফনি ব্র্যান্ডের এইচ ৩০০ মডেলের মোবাইল একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোন৷ ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি রমের ফোনটি প্রথমে নজর কাড়বে এর নকশার দিক থেকে। টুজি ও থ্রিজি উভয় নেটওয়ার্ক ব্যবহার করা যাবে ডিভাইসটিতে। অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে ও রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর৷ পেছনের ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরায় ছবি ভালো ওঠে। [১]

চার্জ[সম্পাদনা]

ওয়াই-ফাই নেটওয়ার্কে আনলে দ্রুত চার্জ শেষ হতে দেখা যায়। ফোনটির ক্ষেত্রে আসল চার্জার বা ফোনের সঙ্গে দেওয়া চার্জারে চার্জ না দিলে ফোনটিতে দ্রুত চার্জ হয় না।[১]

যোগাযোগ[সম্পাদনা]

কল আদান-প্রদান, মেসেঞ্জার ব্যবহার, অডিও-ভিডিও চালানো বা ভিডিও কল করার মতো বিষয়গুলোর ক্ষেত্রে ফোনটির অবদান ভালো। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'স্মার্ট' ফোন সিম্ফনির এইচ ৩০০"প্রথম আলো। ২০১৬-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৭ 
  2. "Symphony H300 Mobile Phone Features and Price in BANGLADESH" (ইংরেজি ভাষায়)।