সিজো
সিজো | |
---|---|
হান্গল্
সংশোধিত রোমান ম্যাককান–রাইশাউর |
시조
時調 Sijo Sijo |
সিজো একটি কোরীয় ঐতিহ্যবাহী ভাষাসৈনিক কাব্যিক রূপ যা কোরইও যুগে আবির্ভূত হয়েছিল।[১] কোরইও রাজবংশের সময় এই ধরনের কবিতা রচনার সূত্রপাত হয়। জোসন রাজবংশের রাজত্বকালে এই ধরনের কবিতা রচনা সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। বর্তমানেও 'সিজো' কবিতা রচিত হয়ে থাকে।[১]
গঠন
[সম্পাদনা]সিজো কবিতা মূলত তিনটি পঙ্ক্তির হয়ে থাকে এবং প্রত্যেক পঙ্ক্তিতে ১৪-১৬ টি করে অক্ষর থাকে। এর গঠন হয়ে থাকে এইরূপ -বিষয়(৩,৪,৪,৪), ঘটনার বিস্তৃতি(৩,৪,৪,৪),বিষয়ের মোড় ঘোরানো চমকপ্রদ বর্ণনা (৩,৫) এবং উপসংহার (৪,৩)[২] তবে বেশিরভাগ সময় এই গঠনের ব্যতিক্রম দেখা যেত।
'স্যাসল সিজো' অনেকটা উপন্যাসের মত, এর দ্বিতীয় পঙ্ক্তি অনেকটা বিস্তৃত ও বড় হত। অন্যদিকে তিনটি পঙ্ক্তির 'সিজো'র ক্ষেত্রে সাধারণ গঠনই মানা হত, প্রথম পঙ্ক্তিতে অবস্থা ও ঘটনা সম্পর্কে বলা হত, দ্বিতীয় পঙ্ক্তিতে ঘটনার বিস্তৃতি দেখা যায়। তৃতীয় পঙ্ক্তির প্রথমার্ধে থাকে এক চমকপ্রদ তথ্য ঘটনার সম্পর্কে, বাকি অংশে থাকে উপসংহার।
বিষয়বস্তু
[সম্পাদনা]'সিজো' কবিতার মূল বিষয়বস্তু ছিল প্রকৃতি, অতীতের স্মৃতি রোমন্থন, ভালবাসা, ঐতিহাসিক ঘটনা, নীতিকথা ইত্যাদি।
রচনাকারী
[সম্পাদনা]মূলত এই ধরনের কবিতা রচনা করত উচ্চ শিক্ষিত 'ইয়াংবান' (কোরীয় ভাষায় : 양반) শ্রেণি। তবে নিম্নশ্রেণির 'কিসেঙ্গ'[৩] (কোরীয় ভাষায় : 기생) রাও এই ধরনের কবিতা লিখতেন। কেবল পুরুষরাই নয় নারীরাও এক্ষেত্রে পিছিয়ে ছিলেন না।
মহিলা কাব্যকার
[সম্পাদনা]'অউদোং' (কোরীয় ভাষায় : 어우동) ছিলেন 'জোসন' বংশের এক বিখ্যাত নৃত্যশিল্পী, লেখিকা ও কবি। পঞ্চদশ শতাব্দীতে তাঁর জন্ম। তিনি কয়েকটি 'সিজো'কবিতা রচনা করে ছিলেন।
'জোসন' রাজবংশের অপর একজন মহিলা কবি 'হোয়াং জিনি' (কোরীয় ভাষায় : 황진이) ও 'সিজো' কবিতা লিখেছিলেন। তাঁর জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তিনি রাজা 'জাংজং'র সমসাময়িক ছিলেন। 'হোয়াং-এর 'সিজো' কবিতা গুলিতে মূলত সৌন্দর্য ও পারিপার্শ্বিক স্থানের কথা প্রাধান্য পেত , এছাড়া ছিল স্বজন হারানোর শোকবার্তা। তাঁর রচিত 'সিজো'কবিতা গুলিকেই এখনও পর্যন্ত সবচেয়ে সুন্দর বলে মান্যতা দেওয়া হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ The bamboo grove : an introduction to sijo। Rutt, Richard.। Ann Arbor: University of Michigan Press। ১৯৯৮। পৃষ্ঠা ১২। আইএসবিএন 0-472-08558-1। ওসিএলসি 40248685।
- ↑ The bamboo grove : an introduction to sijo। Rutt, Richard.। Ann Arbor: University of Michigan Press। ১৯৯৮। পৃষ্ঠা ১০। আইএসবিএন 0-472-08558-1। ওসিএলসি 40248685।
- ↑ McCann, David R. (David Richard), 1944- (২০০০)। Early Korean literature : selections and introductions। Columbia University Press। আইএসবিএন 0-231-11946-1। ওসিএলসি 42682581।
- ↑ Sin, Hyŏng-sik. (২০০৫)। A Brief history of Korea। Seoul, Korea: Ewha Womans University Press। পৃষ্ঠা ১৩–১৮। আইএসবিএন 89-7300-602-9। ওসিএলসি 62745457।