সিওভাইন ম্যাকডোনাঘ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০২০

ডেম সিওভাইন অ্যান ম্যাকডোনাঘ ডিবিই (জন্ম ২০ ফেব্রুয়ারি ১৯৬০) হলেন একজন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ যিনি ১৯৯৭ সাল থেকে মিচাম এবং মর্ডেনের সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি শ্রম সরকারে সহকারী হুইপ হিসাবে কাজ করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের স্থলাভিষিক্ত করার জন্য নেতৃত্বের প্রতিযোগিতার বিষয়ে মন্তব্য করার পরে তাকে বরখাস্ত করা হয়েছিল।[১]

ম্যাকডোনাগ সংসদীয় ও রাজনৈতিক সেবার জন্য ২০২৪ সালের নববর্ষের সম্মানে ডেম কমান্ডার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার (DBE) নিযুক্ত হন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Whip sacked over leader bid call"BBC News। ১২ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১০ 
  2. "নং. 64269"দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়)। ৩০ ডিসেম্বর ২০২৩।