সালেগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সালেগা হল সামোয়ার সাওয়াই দ্বীপের একটি ঐতিহ্যবাহী জেলা। এটি দ্বীপের দক্ষিণ দিকে অবস্থিত।[১] জনসংখ্যা ৩,৪৬১ (২০০৬ আদমশুমারি)।

নির্বাচনী এলাকা (ফাইপুলে জেলা)[সম্পাদনা]

আধুনিক রাজনীতিতে, সালেগাও একটি নির্বাচনী এলাকা ( ফাইপুলে জেলা), দেশের ঐতিহ্যবাহী জেলার উপর ভিত্তি করে ৪১টি বিভাগের মধ্যে একটি। সালেগা নির্বাচনী এলাকাটি সাতুপাইতেয়ার বৃহত্তর রাজনৈতিক জেলার (ইতুমালো) মধ্যে পড়ে।

সামোয়া পার্লামেন্টে সালেগা আসনের দুটি আসন রয়েছে।

আসনটি ৮টি গ্রাম নিয়ে গঠিত; ফাগাফাউ, সামাতা-ই-তাই, সামাতা-ই-উতা, ফোগাটুলি, ফাইয়াই, ভাইপুয়া, ফোগাসাভাই এবং সাগোনে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Samoa Territorial Constituencies Act 1963"Pacific Islands Legal Information Institute। ৫ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০০৯