সালভাতর শিলাচি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সালভাতোরে স্কিল্লাচি থেকে পুনর্নির্দেশিত)
সালভাতর শিলাচি
২০০৯ সালে শিলাচি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সালভাতর শিলাচি[১]
জন্ম (1964-12-01) ১ ডিসেম্বর ১৯৬৪ (বয়স ৫৯)
জন্ম স্থান পালের্মো, ইতালি
উচ্চতা ১.৭৩ মিটার
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮২–১৯৮৯ মেসিনা ২১৯ (৬১)
১৯৮৯–১৯৯২ জুভেন্টাস ৯০ (২৬)
১৯৯২–১৯৯৪ ইন্টার মিলান ৩০ (১১)
১৯৯৪–১৯৯৭ জুবিলো আইওয়াতা ৮৬ (৫৮)
মোট ৪১৭ (১৫৪)
জাতীয় দল
১৯৯০–১৯৯১ ইতালি ১৬ (৭)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
তৃতীয় স্থান ১৯৯০ ইতালি
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

সালভাতর "টোটো"[২] শিলাচি (ইতালীয়: Salvatore Schillaci; জন্ম ১ ডিসেম্বর ১৯৬৪) একজন ইতালীয় প্রাক্তন পেশাদার ফুটবলার, যিনি স্ট্রাইকার হিসেবে খেলেছেন। তার ক্লাব ক্যারিয়ারে তিনি মেসিনা (১৯৮২-১৯৮৯), জুভেন্টাস (১৯৮৯-১৯৯২), ইন্টার মিলান (১৯৯২-১৯৯৪) এবং জুবিলো ইওয়াতা (১৯৯৪-১৯৯৭) এর হয়ে খেলেছেন।[৩] তাকে ইতালির আর এক কিংবদন্তি ফুটবলার পাওলো রসির সাথে তুলনা করা হয়।

আন্তর্জাতিক পর্যায়ে তিনি ১৯৯০ ফিফা বিশ্বকাপের বিস্ময়কর তারকা ছিলেন, কারণ তিনি ইতালিকে ঘরের মাটিতে তৃতীয় স্থান অর্জন করতে সহায়তা করেছিলেন। ইতালির প্রথম খেলায় বিকল্প হিসেবে এসে, শিলাচি পুরো বিশ্বকাপে ছয়টি গোল করেন, প্রধান গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয় করেন, এবং লোথার ম্যাথাউস আগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পান। এবং দিয়েগো মারাদোনা, যিনি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Schillaci Sig. Salvatore" [Schillaci Mr. Salvatore]। Quirinale (ইতালীয় ভাষায়)। Presidenza della Repubblica Italiana। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০ 
  2. Bedeschi, Stefano (১ ডিসেম্বর ২০১৩)। "Gli eroi in bianconero: Salvatore SCHILLACI" (ইতালীয় ভাষায়)। Tutto Juve। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫ 
  3. "Salvatore Schillaci"। ১২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৪