সারাহ বায়াত
সারাহ বায়াত Sareh Bayat | |
---|---|
![]() ২০১৫ সালে | |
জন্ম | |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০১–বর্তমান |
ওয়েবসাইট | http://sarehbayat.com |
সারাহ বায়াত' (ফারসি: ساره بیات; জন্ম: ৬ অক্টোবর ১৯৭৯) একজন ইরানি অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক এবং মডেল। এ সেপারেশন (চলচ্চিত্র) একাডেমি পুরস্কারপ্রাপ্ত রাজিয়ার চরিত্রে অভিনয় জন্য সর্বাধিক পরিচিত, যার জন্য তিনি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেরা অভিনয়ের জন্য অভিনেত্রীর রৌপ্য ভল্লুক পুরস্কার পেয়েছেন।[১][২]
চলচ্চিত্র[সম্পাদনা]
- মঙ্গালেদ-ই শায়তান (২০০৬)
- এ সেপারেশন (চলচ্চিত্র) (২০১১)
- কাব-জাদিহা (২০১৩)
- দ্য অবলিভিয়ন সেশন (২০১৪)
- ব্লু গিটার (২০১৪)
- দ্য সেকেন্ড ফ্লোর ইনভাটেড (২০১৪)
- নাহিদ (২০১৪)
- গুডবাই লং (২০১৫)
- মুহাম্মাদ (২০১৫-এর চলচ্চিত্র) (২০১৫)
- উই উইল নট গেট ইউজড টু (২০১৬)
- লবিং (২০১৬)
- টোয়েন্টি ওয়ান ডে লেটার (২০১৭)
- ইয়েলো (২০১৭)
- ডার্ক রুম (২০১৮)
- স্যাম্পুনি নং ৯ (২০১৯)
পুরস্কার[সম্পাদনা]
- এ সেপারেশন (চলচ্চিত্র) অভিনয় এর জন্য ৬১ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রৌপ্য ভল্লুক পুরস্কার পান।
- ২৯ তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এ সেপারেশন (চলচ্চিত্র) পাশ্ব চরিত্রে সেরা অভিনেত্রী এর জন্য পুরস্কার পান।
- এ সেপারেশন (চলচ্চিত্র) জন্য ৩২ তম লন্ডন সমালোচক সার্কেল ফিল্ম বছরের সেরা অভিনেত্রী পুরস্কার পান।
- পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেরা অভিনেত্রী পুরস্কার। এ সেপারেশন (চলচ্চিত্র) জন্য - লীলা হাতামি এবং শিরিনা ফরহাদি যৌথভাবে পেয়েছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "A Separation 2011 Movie Review"। The Film Magazine। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০।
- ↑ "ساره بیات"। Sureh Cinema।