সাবরিনা স্যাব্রোক
সাবরিনা স্যাব্রোক | |
---|---|
![]() | |
জন্ম | লরেনা ফেবিয়ানা কলোটা ৪ঠা মার্চ, ১৯৭৬ ব্যুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা |
দাম্পত্য সঙ্গী | এরিক ফারজিয়াত (বিয়েঃ২০০৮, তালাক্বঃ২০১৩ আলজান্দ্রো হার্নানদেজ (বিয়েঃ ২০১৬) |
মডেলিং তথ্য | |
চুলের রঙ | স্বর্নকেশী |
চোখের রঙ | Honey |
ওয়েবসাইট | www |
লরেনা ফেবিয়ানা কলোটা, যিনি সাবরিনা স্যাব্রোক নামে পরিচিত, একজন আর্জেন্টিনীয় টেলিভিশন উপস্থাপিকা, রক গায়িকা, প্রাপ্তবয়স্ক মডেল, পর্নোগ্রাফিক অভিনেত্রী ও প্রযোজক।
পরিচ্ছেদসমূহ
জন্ম[সম্পাদনা]
১৯৭৬ সালের ৪ঠা মার্চ সাবরিনা স্যাব্রোক আর্জেন্টিনার রাজধানী ব্যুয়েন্স আয়ার্স এ জন্মগ্রহণ করেন। জন্মের পর তার নাম রাখা হয়েছিলো লরেনা ফেবিয়ানা কলোটা।
ডিস্কোগ্রাফি[সম্পাদনা]
১) এন্টি সোশ্যাল ইপি (২০০৯)
২) জুগান্ডো কন সাংগ্রে (২০০৮)
৩) সাবরিনা ইপি (২০০৬)
৪) সোডোমাইজাডো এসতাস (২০০২)
৫) প্রিমেরাস ইম্প্রেসন্স ৪ (২০০১)
৬) প্রিমেরাস ইম্প্রেসন্স ৩ (১৯৯৯)
৭) প্রিমেরাস ইম্প্রেসন্স ২ (১৯৯৮)
৮) প্রিমেরাস ইম্প্রেসন্স ১ (১৯৯৭)[১]
ক্যারিয়ার[সম্পাদনা]
স্যাব্রোক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। যেমনঃ মডেল হিসেবে লা হোরা পিকো এবং রিয়েলিটি শো বিগ ব্রাদার ভি আই পি এর মেক্সিকান সংস্করনে তিনি অংশগ্রহণ করেন। তিনি নিজেই টেলেহিট এ তার টেলিভিশন শো এর উপস্থাপনা করতেন, যার নাম ছিলো Sabrina, El Sexo en su Máxima Expresión, যা সংক্ষেপে সাবরিনা নামে পরিচিত ছিলো। ২০১৫ সালে তিনি 'Te lo hundo y te mojas' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তার সাথে ছিলেন আন্দ্রিয়া রিংকন।
পরিবার[সম্পাদনা]
সাবরিনা স্যাব্রোক ২০০৮ সালে এরিক ফারজিয়াতকে বিয়ে করেন। কিন্তু ২০১৩ সালে তার সাথে তালাক্ব হয়ে যায়। এরপর তিনি ২০১৬ সালে আবার বিয়ে করেন। তার দ্বিতীয় স্বামীর নাম আলজান্দ্রো হার্নানদেজ।