বিষয়বস্তুতে চলুন

সান ফ্রান্সেসকো, গুয়ালদো তাদিনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সান ফ্রান্সিসকো একটি গথিক - শৈলীর রোমান ক্যাথলিক গির্জা যা ইতালির উম্ব্রিয়া অঞ্চলের গুয়ালদো তাদিনো অঞ্চলের পিয়াজা মার্টিরি ডেলা লিবার্তায় অবস্থিত।এটি গুয়ালদো তাদীনো ক্যাথেড্রালের বিপরীতে অবস্থিত।ফ্রান্সিস্কান আদেশে গির্জার নির্মাণ ১২৪১ সালে শুরু হয় এবং ১৩১৫ সালে সম্পন্ন হয় । গির্জার ম্যাটিও দা গুয়ালদোর ফ্রেস্কো রয়েছে।[১] এবং সান ভেরেকন্ডোর মাস্টার দ্বারা কাজ। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Beni Culturali of Italy entry on church.
  2. "Maestro di S. Verecondo"www.cassiciaco.it। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮