বিষয়বস্তুতে চলুন

সান্না জিন্নেডাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সান্না জিন্নেডাল
জন্ম (1993-04-25) ২৫ এপ্রিল ১৯৯৩ (বয়স ৩১)
পেশামডেল
উপাধিমিস ওয়ার্ল্ড সুইডেন ২০১২
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংস্বর্ণকেশী
চোখের রংনীয়
প্রধান
প্রতিযোগিতা
মিস ওয়ার্ল্ড সুইডেন ২০১২
(বিজেতা)
মিস ওয়ার্ল্ড ২০১২
(শীর্ষ ৩০)

সান্না জিন্নেডাল (জন্ম ২৫ এপ্রিল ১৯৯৩, বোরোসে) একজন সুয়েডীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোনামধারী। [১] [২] তিনি মিস ওয়ার্ল্ড সুইডেন ২০১২-এর মুকুট পেয়েছিলেন এবং চীনে মিস ওয়ার্ল্ড ২০১২ -এ সুইডেনের প্রতিনিধিত্ব করেছিলেন, শীর্ষ ৩০ জনের মধ্যে স্থান করে নেন এবং তিনি মিস ওয়ার্ল্ড স্পোর্টসওম্যান ২০১২ ও হন। তিনি সাইপ্রাসে মিস পার্ল অফ ইউরোপ ২০১২-এ সুইডেনের প্রতিনিধিত্ব করেন এবং দ্বিতীয় রানার আপ হন। [১] [৩] [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]