সানওয়াপ্টা পর্বত

স্থানাঙ্ক: ৫২°২০′৫৫″ উত্তর ১১৭°১৬′৩০″ পশ্চিম / ৫২.৩৪৮৬১° উত্তর ১১৭.২৭৫০০° পশ্চিম / 52.34861; -117.27500
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সানওয়াপ্টা পর্বত
ট্যাঙ্গল রিজ হতে দৃশ্যমান সানওয়াপ্টা পর্বতের দক্ষিণ পাশ
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৩,৩১৫ মিটার (১০,৮৭৬ ফুট) [১]
সুপ্রত্যক্ষতা১,০১৪ মিটার (৩,৩২৭ ফুট)
স্থানাঙ্ক৫২°২০′৫৫″ উত্তর ১১৭°১৬′৩০″ পশ্চিম / ৫২.৩৪৮৬১° উত্তর ১১৭.২৭৫০০° পশ্চিম / 52.34861; -117.27500[২]
ভূগোল
অবস্থানআলবার্টা, কানাডা
মূল পরিসীমাকানাডীয় রকিজ
টপো মানচিত্রএনটিএস ৮৩সি/০৬[২]
আরোহণ
প্রথম আরোহণ১৯০৬, জিমি সিম্পসন[৩]
সহজ পথসহজ হামাগুড়ি দিয়ে আরোহণ

সানওয়াপ্টা পর্বত (স্থানীয়ভাবে সানওয়াপ্টা চূড়া নামে পরিচিত) কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে সানওয়াপ্টা নদীর উপত্যাকায়, 'বিউটি' নালী ও কলাম্বিয়া বরফক্ষেত্রের ঠিক উত্তরে এবং জোনাস নালীর পশ্চিম দিকে অবস্থিত একটি পর্বত।[১] 'সানওয়াপ্টা' শব্দটি স্টোনি ইন্ডিয়ান জাতীগোষ্টির ভাষা হতে উদ্ভূত, যার অর্থ 'উত্তাল বা অশান্ত নদী'। শব্দটি সানওয়াপ্টা নদীর নামকরণে ব্যবহার করা হইয়েছিল।[৩] ১৯০৬ সালে সানওয়াপ্টা নদীর নাম অনুসারে এই পর্বতের নাম রাখা হয়।[৩][১] একই বছর জিমি সিম্পসন সর্বপ্রথম এই পর্বত আরোহণ করেছিলেন।[৩] পর্বতটি আলবার্টার 'আইসফিল্ড পার্কওয়ে' নামে খ্যাত মহাসড়ক ৯৩ হতে দেখা যায়।

আরোহণ[সম্পাদনা]

সানওয়াপ্টা পর্বতের চূড়ায় আরোহণের জন্য সাধারণত আইসফিল্ড পার্কওয়ের পাশের দক্ষিণ-পশ্চিম ঢাল (১,৭৩৫ মিটার (৫,৬৯২ ফুট)) হামাগুড়ি দিয়ে ওঠার জন্য বেশি ব্যবহার হয়।[৩]

আইসফিল্ড পার্ক হতে সানওয়াপ্টা পর্বত

ভূতত্ত্ব ও জলবায়ু[সম্পাদনা]

কলাম্বিয়া পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত। ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৪]

কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী কলাম্বিয়া পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ূ প্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৫] সানওয়াপ্টা পর্বতে বারিপাতে জমা পানি নেমে এসে সানওয়াপ্টা নদীতে পতিত হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sunwapta Peak"peakfinder.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৮ 
  2. Government of Canada, Natural Resources Canada। "Place names - Sunwapta Peak"www4.rncan.gc.ca। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৮ 
  3. Kane, Alan (১৯৯৯)। Scrambles in the Canadian Rockiesক্যালগ্যরি: রকি মাউন্টেইন বুকস। পৃষ্ঠা ৩১২–৩১৩। আইএসবিএন 0-921102-67-4 
  4. Gadd, Ben। "Geology of the Canadian Rockies and Columbia Mountains" (পিডিএফ)bengadd.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৬ 
  5. Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (২০০৭)। "Updated world map of the Köppen−Geiger climate classification"। Hydrol. Earth Syst. Sci.11: 1633–1644। আইএসএসএন 1027-5606  অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)