সাগরজ্যোতি
অবয়ব
সাগরজ্যোতি | |
---|---|
ধরন | নাটক রোম্যান্স ফ্যামিলি ড্রামা |
পরিচালক | পাভেল ঘোষ |
সৃজনশীল পরিচালক | অদিতি রায় |
উপস্থাপক | শ্রী ভেঙ্কটশ ফিল্ম |
অভিনয়ে | রাহুল দেব বসূ নবনীতা মালাকার |
উদ্বোধনী সঙ্গীত | দেবজিৎ রায় |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ১৬ |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | এন্টার১০ বাংলা |
মূল মুক্তির তারিখ | ২৩ আগস্ট ২০২১ – বর্তমান |
সাগরজ্যোতি হল একটি ভারতীয় বাংলা রোমান্টিক টেলিভিশন ধারাবাহিক যা ২০২১ সালের ২৩শে আগস্ট বাংলা বিনোদনের নতুন চ্যানেল এন্টারটেন বাংলাতে প্রিমিয়ার হয়েছিল।[১] এটি এন্টারটেন বাংলা চ্যানেলের প্রথম বাংলা ভাষার টেলিভিশন ধারাবাহিক। ভারতীয় মিডিয়া কোম্পানি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজনা করা এই সিরিজটিতে রাহুল দেব বসূ ও নবনীতা মালাকার প্রধার ভূমিকায় অভিনয় করেছেন।[২] প্রতিদিন রাত 8 টার স্লটে এই সিরিয়াল টি প্রচারিত হয়েছিল।
কাহিনি সংক্ষেপ
[সম্পাদনা]বিখ্যাত বিসনেসম্যান মিস্টার সাগর সেন গরিব লোকজন দের একদম পছন্দ করে না ।এর পিছনে সাগর সেন এর সৎ মা নীলিমা সেন সাগরকে প্রশয় দেয়। ঘটনাক্রমে ওদের বাড়ির কাজের লোকের মেয়ে জ্যোতির সাথে দেখা হয়। এই নিয়ে গল্প এগোতে থাকে।
অভিনয়ে
[সম্পাদনা]- সাগর সেন এর চরিত্রে রাহুল দেব বসূ
- জ্যোতির চরিত্রে নবনীতা মালাকার
- জ্যোতির বাবার চরিত্রে সুজয় সিনহা
- জ্যোতির মায়ের চরিত্রে রুম্পা চট্টোপাধ্যায়
- জ্যোতির বোন তিথির চরিত্রে রূপসা মন্ডল
- সাগরের ঠাকুমা সুহাসীনি সেনের চরিত্রে তনিমা সেন
- সাগরের বাবা ইন্দ্রনাথ সেনের চরিত্রে বিকাশ ভৌমিক
- সাগরের মা নীলিমা সেন এর চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ
- সাগরের কাকা শিবনাথ সেনের চরিত্রে অভিজিৎ সরকার
- সাগরের কাকিমা শ্রাবনী সেনের চরিত্রে আইভি বন্দোপাধ্যায়
- সাগরের ভাই জয় সেনের চরিত্রে সানমিত্র ভোমিক
- সাগরের ভাই আদিত্য সেনের বৌ পামেলা সেন এর চরিত্রে শ্রীতমা ভট্টাচার্য্য
- সাগরের ভাই আদিত্য সেনের চরিত্রে সৌমক বসু
- সাগরের পিসিমনি উমার চরিত্রে সায়ন্তনী মল্লিক
- সাগরের বোন উর্মি সেনের চরিত্রে লিজা সরকার[৩]
- অনন্যা সেনগুপ্ত
- সৌম্যদীপ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bengali Serial: প্রেমের মিষ্টি গল্প নিয়ে আসছে নতুন মেগা ধারাবাহিক 'সাগরজ্যোতি'"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৭।
- ↑ "টেলিভিশনের নতুন জুটি রাহুল-নবনীতা"। EI Samay। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮।
- ↑ "নতুন প্রেমের গল্প নিয়ে 'সাগরজ্যোতি'"। Anandadin Magazine (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-২২। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]