সাইকোগ্রাফিক্স
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(এপ্রিল ২০২১) |

সাইকোগ্রাফিক্স একটি গুণগতমান খুঁজে বের করার পদ্ধতি যা মানুষের মানসিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে ব্যবহৃত হয়। [১] সাইকোগ্রাফিক্সকে ব্যবহার করা হয় মানুষের ব্যক্তিত্ব, মূল্যবোধ, মতামত, মনোভাব, বা দৃষ্টিভঙ্গি, আগ্রহ ও জীবনযাপনের ধরন খুঁজে বের করার গবেষণা ও অধ্যয়নে। [২] যেহেতু এই গবেষণা মানুষের চলাফেরা, আগ্রহ ও মতামতের বিষয়গুলোর দিকে নিবন্ধ থাকে, তাই এসব সাইকোগ্রাফিক্স উপাদানকে ইংরেজিতে সংক্ষেপে ‘এআইও ভেরিয়েবলও’ [এ তে একটিভিটিস, আই তে ইন্টারেস্টস এবং ও তে ওপিনিয়নস] বলা হয়ে থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Wells, William D. (মে ১৯৭৫)। "Psychographics: A critical review": 196–213। জেস্টোর 3150443। ডিওআই:10.2307/3150443।
- ↑ Senise, Jairo (২৮ সেপ্টেম্বর ২০০৭)। "Who Is Your Next Customer?"।