সলেই ও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সলেই ও
Soleil Ô
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমেদ হোন্দো
রচয়িতামেদ হোন্দো[১]
শ্রেষ্ঠাংশেরবার্ট লিয়েনসল
থিও লেগিটিমাস
সুরকারজর্জ অ্যান্ডার্সন
চিত্রগ্রাহকফ্রান্সিস ক্যাটোনে
জিন-ক্লড রাহাগা
সম্পাদকমাইখেল ম্যাসনিয়ার
ক্লেমেন্ট মেনুয়েট
প্রযোজনা
কোম্পানি
গ্রে ফিল্মস
শ্যাঙ্গো ফিল্মস
পরিবেশকযুক্তরাষ্ট্র: নিউ ইয়র্কার ফিল্মস
মুক্তি
  • মে ১৯৭০ (1970-05) (কান)
  • ৪ জানুয়ারি ১৯৭৩ (1973-01-04) (ফ্রান্স)
স্থিতিকাল৯৮ মিনিট
দেশমৌরিতানিয়া
ফ্রান্স
ভাষাফরাসি
হাসসানিয় আরবি
নির্মাণব্যয়$৩০,০০০[২]

সলেই ও (ফরাসি: Soleil Ô, উচ্চারণ: [sɔ.lɛj o]; অর্থ: হে সূর্য) ১৯৭০ সালে নির্মিত[৩] একটি মৌরিতানীয়-ফরাসি নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন মেদ হোন্দো

প্রেক্ষাপট[সম্পাদনা]

সলেই ও একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র। এটি নির্মাণে প্রায় চার বছর সময় ব্যয় হয়। এতে একজন কৃষ্ণাঙ্গ অভিবাসীর গল্প তুলে ধরা হয়েছে যিনি "তার গল পূর্বপুরুষদের" সন্ধানে প্যারিসে ঘুরে বেড়াচ্ছেন। এই চলচ্চিত্রে বর্ণ বৈষম্যের নিন্দা করা হয়েছে: অভিবাসীরা মরিয়া হয়ে কাজ এবং থাকার জন্য একটি জায়গা খোঁজেন; কিন্তু এসময় তাদেরকে উদাসীনতা, প্রত্যাখ্যান এবং অপমানের মুখোমুখি হতে হয়।

চলচ্চিত্রটির নামকরণ করা হয়েছে একটি ওয়েস্ট ইন্ডিয় গান অনুসারে। গানটিতে ডাহোমি (বর্তমানে বেনিনের অন্তর্গত) অঞ্চলের যেসব কৃষ্ণাঙ্গ অধিবাসীদের ক্যারিবীয় অঞ্চলে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের দুঃখগাথা বর্ণনা করা হয়েছে।

কুশীলব[সম্পাদনা]

  • রবার্ট লিয়েন্সল— দর্শনার্থী হিসাবে
  • থো লেজিটিমাস— আফ্রিকান মেয়ে হিসেবে
  • গ্যাব্রিয়েল গ্লিস্যান্ড
  • বার্নার্ড ফ্রেসন— বন্ধু হিসেবে
  • ইয়ান ব্যারি— শ্বেতাঙ্গ মেয়ে হিসেবে[৪]
  • গ্রেগ জার্মেইন
  • আরমান্ড মেফ্রে
  • মেদ হোন্দো— কথক হিসেবে[৩]

মুক্তি ও প্রতিক্রিয়া[সম্পাদনা]

১৯৭০ সালের কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক সমালোচক সপ্তাহে চলচ্চিত্রটি প্রদর্শিত হয় এবং এটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়।[৫] এটি ১৯৭০ লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি গোল্ডেন লেপার্ড পুরস্কার অর্জন করে।[৬]

ফ্যামিলি গাইড টু মুভিজ অন ভিডিওতে হেনরি হার্ক্স লিখেছেন যে, চলচ্চিত্রটির আয়রনিক হিউমার এবং প্রাণবন্ত সঙ্গীতের ব্যবহার, কৃষ্ণাঙ্গ শ্রমিকদের দুর্দশা দেখে সম্পূর্ণভাবে বিষণ্ণ হয়ে যাওয়া থেকে মুক্তি দেয়।[৭]

দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে রিচার্ড ব্রডি লিখেছেন যে, "ফ্রান্সের শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সাথে বন্ধুত্ব করে চলচ্চিত্রটির প্রধান চরিত্র তাদের সহানুভূতি ও অন্যমনস্কতা লাভ করে। সেইসাথে তার নিজেকে বিচ্ছিন্ন মনে করা ও হীনম্মন্যতা তার মাঝে পরিচয় সংকটের জন্ম দেয়। হোন্দো তার নির্মাণশৈলীর মাধ্যমে নায়কের অভিজ্ঞতার চূড়ান্ত প্রতিফলন চিত্রায়িত করেছেন।"[৮]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Soleil O > Production credits"অলমুভি। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০০৯ 
  2. Reid, Mark; Blum, Sylvie (৩১ মার্চ ১৯৮৬)। "Med Hondo, interview Working abroad"জাম্প কাট। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০০৯ 
  3. জেনোভা, জেমস (২০১৩)। Cinema and Development in West Africa। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ১২০। আইএসবিএন 978-0-253-01011-7। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০[Soleil Ô] was copyrighted in 1967, but filming was not completed until 1969; the movie was first screened in 1970 during the international critics' week in Cannes. 
  4. "Soleil O > Cast"অলমুভি। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০০৯ 
  5. "Directors in Focus — African Perspectives: Med Hondo" (ইংরেজি ভাষায়)। হার্ভার্ড ফিল্ম আর্কাইভ। ২০০৬। ২২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০০৯ 
  6. "Winners of the Golden Leopard" (ইংরেজি ভাষায়)। লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০০৯ 
  7. হার্ক্স, হেনরি (১৯৮৮)। "সলেই-ও"। দ্য ফ্যামিলি গাইড টু মুভিজ অন ভিডিও (ইংরেজি ভাষায়)। দ্য ক্রসরোড পাবলিশিং কোম্পানি। পৃষ্ঠা ২৪৯ (প্রাক-প্রকাশ সংস্করণ)। আইএসবিএন 0-8245-0816-5 
  8. ব্রোডি, রিচার্ড। "Soleil O Oh Sun"দ্য নিউ ইয়র্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]