সর্বভারতীয় সেবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সর্বভারতীয় সেবা (অল ইন্ডিয়া সার্ভিসেস; এআইএস) ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির জন্য তিনটি নাগরিক সেবা নিয়ে গঠিত। যার মধ্যে রয়েছে ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস), ভারতীয় পুলিশ সেবা (আইপিএস) এবং ভারতীয় বন সেবা (আইএফএস)।[১][২][৩] কেন্দ্রীয় সরকার কর্তৃক অখিল ভারতীয় সেবার মাধ্যমে নিয়োগকৃত সিভিল কর্মচারীদের বিভিন্ন রাজ্য সরকারের ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। কিছু বেসামরিক কর্মচারী, পরবর্তীতে তাদের কর্মজীবনে, ডেপুটেশনে কেন্দ্রে কাজ করতে পারেন।[৩] এই তিনটি পরিষেবার কর্মকর্তারা বেতন, আচরণ, ছুটি, বিভিন্ন ভাতা ইত্যাদি সম্পর্কিত সর্বভারতীয় পরিষেবা বিধি মেনে চলেন[৪]

কেন্দ্রীয় সরকার হল তিনটি সর্বভারতীয় পরিষেবার জন্য ক্যাডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পদোন্নতি প্রবিধানের বিধানের পরিপ্রেক্ষিতে, নির্দিষ্ট কর্তৃপক্ষ হল আইএএস-এর জন্য কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রক, যখন স্বরাষ্ট্র মন্ত্রক হল আইপিএস-এর জন্য কর্তৃপক্ষ, এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক হল কর্তৃপক্ষ। সংঘ লোক সেবা আয়োগ (ইউপিএসসি) দ্বারা আইএএস এবং আইপিএস-এর জন্য বার্ষিক সিভিল পরিষেবা পরীক্ষার এবং IFS/IFoS-এর জন্য বন পরিষেবা পরীক্ষার ভিত্তিতে নিয়োগগুলি পরিচালিত হয়। ২০১৩ সাল থেকে, দুটি পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা একত্রিত হয়।

অখিল ভারতীয় সেবা আইন, ১৯৫১ আরও দুটি সর্বভারতীয় পরিষেবা তৈরির বিধান করে, যথা, ইন্ডিয়ান সার্ভিস অব ইঞ্জিনিয়ার্স এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যান্ড হেলথ সার্ভিস।[৫][৬][৭][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FAQs | UPSC"www.upsc.gov.in। ১১ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২ 
  2. Laxmikanth, M. (২০১৪)। Governance in India। McGraw-Hill Education। পৃষ্ঠা 7-PA5। আইএসবিএন 978-93-392-0478-5। সংগ্রহের তারিখ ২০২২-০১-০২ 
  3. "All India Services"Know India Official website of Government। ১৩ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১ 
  4. "AlS rules"। ১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৪ 
  5. "The All-India Services Act, 1951 - Act No. 61 of 1951" (পিডিএফ)। ২৯ অক্টোবর ১৯৫১। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "The All-India Services (Amendment) Bill, 1962" (পিডিএফ)। ৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. "Chapter VIII All India Services" (পিডিএফ)। ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  8. "The All India Services Act, 1951 (Act no. 61 of 1951)" (পিডিএফ)Ministry of Law and Justice, Government of India। ২৯ অক্টোবর ১৯৫১। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮