সম্রাজ্ঞী জিনঘুয়াই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সম্রাজ্ঞী জিনঘুয়াই, যিনি লেডি ওয়াং নামেও পরিচিত, সান কুয়ানের একজন উপপত্নী। উল্লেখ্য, সান কুয়ান হলেন চীনের থ্রি কিংডম সময়ের ইস্টার্ন উ প্রদেশের প্রতিষ্ঠাতা সম্রাট।

লেডি ওয়াং এর জন্ম ও মৃত্যু সময় জানা যায়নি। তিনি গোংআন, হুবেইতে জিং টম্বে শায়িত আছেন। এমপ্রেস জিনঘুয়াই তাঁর মরণোত্তর নাম।

জীবন[সম্পাদনা]

জীবনকালে তিনি "লেডি ওয়াং অফ ন্যানইয়াং" নামে পরিচিত ছিলেন যেহেতু তিনি ন্যানইয়াং থেকে এসেছিলেন। এই নামের পেছনে আরেকটি কারণ ছিল। সান কুয়ানের আরেকটি স্ত্রীর নামও ছিল লেডি ওয়াং। তাই পরবর্তীতে তাঁদের নাম হয় লেডি ওয়াং অফ ন্যানইয়াং এবং লেডি ওয়াং অফ ল্যাংগি৷ [১] জায়াহ পিরিওডে (২৩২-২৩৮) এম্প্রেস জিনঘুয়াই সান কুয়ানের হারেমে প্রবেশ করেন, সম্ভবত ২৩৫ এ যখন তিনি সান জিউকে জন্ম দেন। কিন্তু যখন সান হে সম্পত্তির উত্তরাধিকারী হয় তখন লেডি ওয়াং অফ ল্যাংগিকে সম্মানে ভূষিত করা হয় এবং সান কুয়ানের অন্যান্য স্ত্রীদেরকে প্রাসাদ হতে বের করে দেওয়া হয়। তখন এম্প্রেস জিনঘুয়াইকে গোংআনে পাঠানো হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন ও তাঁকে সমাধিত করা হয়। [২]

পরিবার ও আত্মীয়[সম্পাদনা]

সান জিউ সম্রাট হবার পর লেডি ওয়াং অফ ন্যাংগিকে এম্প্রেস জিনঘুয়াই উপাধিতে ভূষিত করেন। এরপরে লেডি ওয়াং এর মৃতদেহ জিং সমাধিস্থলে রাখা হয়। এই সমাধিস্থলের বর্তমান ঠিকানা জানা যায়নি।[৩][৪] ওয়াং ফ্যামিলির কোনো পুরুষ বংশধর ছিল না। তাই লেডি ওয়াং এর এক মামাতো ভাইকে প্রজাসভার মার্কিউসেট পদে বসানো হয়। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. (吳主權王夫人,南陽人也。) Sanguozhi vol.
  2. (以選人宮,嘉禾中得幸,生(孫)休。及和為太子,和母貴重,諸姬有寵者,皆出居外。夫人出公安,卒,因葬焉。) Sanguozhi, vol. 50.
  3. (休即位,遣使追尊曰敬懷皇后,改葬敬陵。) Sanguozhi vol. 50.
  4. Cutter and Crowell, p.220.
  5. (王氏無後,封同母弟文雍為亭侯。) Sanguozhi vol 50.