সনদ (হাদিস)
অবয়ব
হাদিসের সনদ হলো হাদিস বর্ণনাকারীদের পরস্পরা অর্থাৎ নবি সা. থেকে যে সকল বর্ণনাকারীর মাধ্যমে হাদিস সিহাহ সিত্তার গ্রন্থাকার বা তাদের সমসাময়িক ভিন্ন কোনো গ্রন্থাকার পর্যন্ত এসেছে, তাদের সমষ্টিকে সনদ বলা হয়। হাদিসের প্রতিটি সনদের প্রথম রাবি (বর্ণনাকারী) অবশ্যই সাহাবি হতে হবে। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ما معنى السند و المتن في الحديث ؟ مقدمة في بعض مصطلحات الحديث - منتدى الوراثة الطبية"। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৮।