বিষয়বস্তুতে চলুন

শ্রমিক সমন্বয় কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেবার কো-অর্ডিনেটিং কমিটি (এলসিসি) ছিল ব্রিটিশ লেবার পার্টির একটি দল, যা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৯৮ সালে ক্ষতবিক্ষত হয়েছিল। দলটির নেতৃত্বকে বাম দিক থেকে চ্যালেঞ্জ করার জন্য প্রতিষ্ঠিত একটি গোষ্ঠী থেকে দলটির সংগঠন ও নীতির আধুনিকীকরণের জন্য টনি ব্লেয়ারের অভিযানের অগ্রগামী দলে চলে আসে।[]

এলসিসি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৮ সালে লেবার বামদের প্রচেষ্টার সমন্বয়ের জন্য। যেমন এটি অত্যন্ত বিস্তৃত ছিল, উদাহরণস্বরূপ, লেবার পার্টি ডেমোক্রেসির জন্য ক্যাম্পেইন, লেবার ব্রিফিং এবং প্রচণ্ডভাবে ট্রটস্কিস্ট বিরোধী ন্যাশনাল অর্গানাইজেশন অফ লেবার স্টুডেন্টস (এনওএলএস) এর সদস্যরা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Labour Co-ordinating Committee, 1981 - 1985-09, GBR/0014/KNNK 2/1/53. Churchill Archives Centre. https://archivesearch.lib.cam.ac.uk/repositories/9/archival_objects/454075 Accessed May 13, 2024.

বহিঃসংযোগ

[সম্পাদনা]