বিষয়বস্তুতে চলুন

শৌচাগার আসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেমিস ম্যানুফ্যাকচারিং কোম্পানির আসন ও ফ্লাশ টয়লেটের ঢাকনা

শৌচাগার আসন বা পায়খানার আসন হল একটি কব্জাযুক্ত ইউনিট যা একটি গোলাকার বা ডিম্বাকৃতির খোলা আসন নিয়ে গঠিত এবং সাধারণত একটি ঢাকনা থাকে, যা বসার অবস্থানে ব্যবহৃত শৌটাগারের বাটিতে বোল্ট দিয়ে আটকানো থাকে। আসনটি ফ্লাশ টয়লেট বা শুকনো টয়লেটেও থাকতে পারে। একটি শৌচাগার আসন নিজেই আসন নিয়ে গঠিত, যা ব্যবহারকারীর বসার জন্য রেখাযুক্ত হতে পারে। ঢাকনাটি টয়লেটকে ঢেকে রাখে যখন এটি ব্যবহার করা হয় না – ঢাকনাটি কিছু ক্ষেত্রে অনুপস্থিত থাকতে পারে, বিশেষ করে গণ শৌচাগারে

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]