শম্ভূ ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শম্ভূ ভট্টাচার্য (১৯৩৫ - ২৬ জানুয়ারী ২০১৮) একজন বাংলা সিনেমার অভিনেতা এবং মঞ্চ শিল্পী ছিলেন।

বাংলা ছবিতে চরিত্রাভিনেতা হিসেবেই খ্যাতি অর্জন করেছিলেন শম্ভূ ভট্টাচার্য। মূলত খলচরিত্রেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি। [১] বাংলা ছবির আগে অবশ্য থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সুবাদে উৎপল দত্তের সংস্পর্শেও এসেছিলেন। রবি ঘোষ, অমর বসু এবং জহর রায়ের সঙ্গেও মঞ্চে অভিনয় করেছেন তিনি।

তিনি বাগবাজার ব্যায়াম সমিতির বডি বিল্ডার ছিলেন। [২]

সাগিনা মাহাতো, অগ্নিশ্বর, স্যন্নাসী রাজা, অমানুষ, সিস্টার, দুই পুরুষ, লাল কুঠি, আলোর ঠিকানা, চিঠি, নিধিরাম সর্দার, গোলাপ বউ, মর্জিনা আবদুল্লা, চার মূর্তির মতো বিখ্যাত সিনেমাতে তাঁর অভিনয় আজও মানুষের মনে অমলিন আছে। ‘সন্ন্যাসী রাজা’য় রানিমার চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী। রাজবাড়ির লাঠিয়ালের ভূমিকায় ছিলেন শম্ভু ভট্টাচার্য। চরিত্রের নাম ছিল নিতাই।

তিনি কলকাতায় ২৬ জানুয়ারী ২০১৮ শ্যামবাজারের কাছে একটি বেসরকারী নার্সিংহোমে মারা যান। [৩]

  • সাগিনা মাহাতো
  • অগ্নিশ্বর
  • স্যন্নাসী রাজা
  • অমানুষ
  • সিস্টার
  • দুই পুরুষ
  • লাল কুঠি
  • আলোর ঠিকানা
  • চিঠি
  • নিধিরাম সর্দার
  • গোলাপ বউ
  • মর্জিনা আবদুল্লা
  • চার মূর্তি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সন্ন্যাসী রাজা'র রানিমার সঙ্গেই চলে গেলেন নিতাই"anandabazar.com। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৮ 
  2. "চলে গেলেন অভিনেতা শম্ভু ভট্টাচার্য"। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৮ 
  3. "Actor Shambhu Bhattacharya Dead"। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]