বিষয়বস্তুতে চলুন

শতবর্ষ ব্যাপী যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শতবর্ষ ব্যাপী যুদ্ধ
শতবর্ষ ব্যাপী যুদ্ধ
Clockwise, from top left: John of Bohemia at the Battle of Crécy,
English and Franco-Castilian fleets at the Battle of La Rochelle,
Henry V and the English army at the Battle of Agincourt,
Joan of Arc rallies French forces at the Siege of Orléans
তারিখ১৩৩৭–১৪৫৩ (১১৬ বছর)
অবস্থান
ফ্রান্স, নিচু দেশগুলো, ইংল্যান্ড, স্পেন
ফলাফল

এডওয়ার্ডিয়ান যুদ্ধ (১৩৩৭–১৩৬০):
ইংরেজের জয়
ক্যারোলিন যুদ্ধ (১৩৬৯–১৩৮৯):
ফরাসি জয়

ল্যাংক্যাস্টারের যুদ্ধ (১৪১৫–১৪৫৩):
ফরাসি জয়; ভালোইস হাউস ফ্রান্সের সিংহাসন বজায় রাখে
অধিকৃত
এলাকার
পরিবর্তন
ইংল্যান্ড পা দ্য কালে লাভ করে কিন্তু অন্য সব মহাদেশীয় অঞ্চল হারায়
বিবাদমান পক্ষ
ফ্রান্স
স্কটল্যান্ড
ইংল্যান্ড
বুর্গোইন
হতাহত ও ক্ষয়ক্ষতি
অগণিত অগণিত

শতবর্ষ ব্যাপী যুদ্ধ শুরু হয় ১৩৩৮ সালে যখন ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড অবৈধ ভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন। এটি ছিল ফ্রান্সইংল্যান্ডের মধ্যে দীর্ঘকালীন যুদ্ধ। যুদ্ধে ফ্রান্সের রাজা প্রথমে পরাজিত হয়ে পলায়ন করে। পরবর্তীতে ফরাসি বীর কন্যা জোন অফ আর্ক বীরত্বের মাধ্যমে ইংল্যান্ডেকে পরাজিত করতে সক্ষম হন। অবশেষে ১৪৫৩ সালে এ যুদ্ধ সমাপ্ত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]