ল্যুভর পিরামিড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ল্যুভর পিরামিড
পিরামিদ দ্যু ল্যুভর
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থাসম্পূর্ণ
ধরনপিরামিড
স্থাপত্য রীতিআধুনিক
অবস্থানপ্যারিস, ফ্রান্স
ঠিকানা৭৫০০১ প্যারিস, ফ্রান্স
উচ্চতা২১.৬ মিটার (৭১ ফু)
নকশা এবং নির্মাণ
স্থপতিআই.এম. পেই
কাঠামো প্রকৌশলীনিকোলে কার্ত্রাঁ ক্‌নল লিমিটেড

ল্যুভর পিরামিড (La pyramide du Louvreপিরামিদ দ্যু ল্যুভর) কাঁচ ও ধাতব পদার্থ দ্বারা নির্মিত বিশাল পিরামিড। চৈনিক-মার্কিন স্থপতি ইয়েও মিং পেই এই স্থাপনার নকশা অঙ্কন করেন। মূল পিরামিডকে কেন্দ্র করে তিনটি ছোট পিরামিড রয়েছে। স্থাপনাটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ল্যুভর জাদুঘর এর মূল ফটকের সামনে এটি অবস্থিত এবং ১৯৮৯ সালে এই স্থাপনার কাজ সম্পন্ন হয়। [১]

নকশা ও স্থাপনা[সম্পাদনা]

১৯৮৪ সালে, ফ্রান্সের তৎকালীন রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া মিতেরাঁ'র কমিশনের সূত্রে ইয়েও মিং পেই এর নকশা অঙ্কন করেন, যা কাঁচ দিয়ে আবৃত ও ধাতব থাম এর উপর ভিত্তি করে দাঁড়ানো। এর উচ্চতা ২১.৬ মিটার (৭১ ফু)।[২] এর ভূমি ভিত্তিটি বর্গাকৃতির, যার দৈর্ঘ ও প্রস্থ ৩৪ মিটার (১১২ ফু)।[৩] স্থাপনাটি মূলত ৬০৩ টি রম্বস ও ৭০ টি ত্রিভূজাকৃতি কাঁচের নির্মিত অংশের সংযোজন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Simons, Marlise (২৮ মার্চ ১৯৯৩)। "5 Pieces of Europe's Past Return to Life: France; A vast new exhibition space as the Louvre renovates"The New York Times। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০০৮ 
  2. "Architecture: Louvre Pyramid"Glass on the Web। জুন ২০০৫। ১২ জানুয়ারি ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১১ 
  3. Official Press Release, Louvre। ""Pyramid" Project Launch: The Musée du Louvre is improving visitor reception (2014-2016)" (পিডিএফ)Louvre। পৃষ্ঠা 10। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬