বিষয়বস্তুতে চলুন

লেবার সিএনডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেবার সিএনডি (ল্যাব সিএনডি) হল পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচারণার একটি 'বিশেষজ্ঞ বিভাগ', বিশেষত লেবার পার্টির সিএনডি-সমর্থক সদস্যদের সাথে সম্পর্কিত।

ইতিহাস

[সম্পাদনা]

লেবার সিএনডি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজও বিদ্যমান। লেবার সিএনডি-এর হাই-প্রোফাইল সদস্যদের মধ্যে রয়েছে লেবার পার্টির প্রাক্তন নেতা এবং বিরোধী দলের নেতা জেরেমি করবিন এমপি, প্রাক্তন এমপি এলিস মাহন এবং ২০১৯ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ওয়াল্টার উলফগ্যাং । সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং প্রাক্তন পররাষ্ট্র সচিব জ্যাক স্ট্রও একসময় তরুণ এমপি হিসেবে সদস্য ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Politics: New Labour MPs bring CND back to parliament"The Independent (ইংরেজি ভাষায়)। ১৯৯৮-০২-১০। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৩ 

তথ্যসূত্র

[সম্পাদনা]