লিম ঝুও রেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিম ঝুও রেন
দেশমালয়েশিয়া
জন্ম (1992-04-30) ৩০ এপ্রিল ১৯৯২ (বয়স ৩১)
খেতাবফিদে মাস্টার (২০১৪)
সর্বোচ্চ রেটিং২৩২২ (মার্চ ২০২০)

লিম ঝুও রেন একজন মালয়েশীয় দাবাড়ু

দাবা ক্যারিয়ার[সম্পাদনা]

লিম ২০১১ সালের মালয়েশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, যার জন্য তিনি অলিম্পিয়াড দলে খেলার সুযোগ পান।[১][২] ৪০তম দাবা অলিম্পিয়াডে তিনি মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ স্কোর করেন।

২০১৯ সালের ডিসেম্বরে, ফিলিপাইনে অনুষ্ঠিত ২০১৯ এসইএ গেমসে লিম তার তৃতীয় এবং চূড়ান্ত আন্তর্জাতিক মাস্টারের আদর্শ অর্জন করেন। আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করতে তাকে এখন শুধুমাত্র ২৪০০ রেটিং অতিক্রম করতে হবে।[৩]

২০২২ সালে, লিম ৪৪তম দাবা অলিম্পিয়াডে মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন।

লিম ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপ জিতেন, যা তাকে ২০২৩ সালের দাবা বিশ্বকাপে খেলার অনুমতি দেয়।[৪] ইভেন্টে, তিনি প্রথম রাউন্ডে রউফ মামেদভের কাছে পরাজিত হন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zhuo Ren a chess champ at last"। মার্চ ২৫, ২০১১। 
  2. "40th Chess Olympiad - Daily Report: Round 1" 
  3. "More IMs In The Making"। ডিসেম্বর ১৭, ২০১৯। 
  4. "FM Zhou Ren And WIM Munajjah To FIDE World Cup"। জুন ৩০, ২০২৩। 
  5. "Lim, Zhuo Ren - Mamedov, Rauf" 

বহিঃসংযোগ[সম্পাদনা]