লিবরেক্যাড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিবরেক্যাড
লিবরেক্যাড স্ক্রিনশট
উন্নয়নকারীলিবরেক্যাড কমিউনিটি
প্রাথমিক সংস্করণ২৮ ডিসেম্বর ২০১১ (2011-12-28)
স্থিতিশীল সংস্করণ
২.০.৭ / ৭ জানুয়ারি ২০১৫; ৯ বছর আগে (2015-01-07)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি++
অপারেটিং সিস্টেমইউনিক্স-লাইক/উইনডোজ/লিনাক্স/ম্যাক ওএস
ধরনক্যাড সফটওয়্যার
লাইসেন্সGPLv2
ওয়েবসাইটlibrecad.org
sourceforge.net/projects/librecad/

লিবরেক্যাড (LibreCAD) একটি বিনামূল্যে প্রাপ্ত কম্পিউটার ভিত্তিক ডিজাইনের (ক্যাড) সফটওয়্যার যা দ্বিমাত্রিক (2D) ডিজাইনের জন্য ব্যবহার করা হয়।

অপারেটিং সিস্ট্যাম[সম্পাদনা]

এটি লিনাক্স, উইনডোজ, ম্যাক ওএস, ইউনিক্স ইত্যাদি অপারেটিং সিস্ট্যামে কাজ করে।

বিবিধ[সম্পাদনা]

এটি অনেকটা অটোক্যাডের মত ফাইল সংরক্ষণ ও ইমপোর্ট করার ক্ষেত্রে AutoCAD DXF ফাইল সহ অন্যান্য এক্সটেনশন ব্যবহার করে।

বহিঃসংযোগ[সম্পাদনা]