লিটল ফ্রেন্ডস ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিটল ফ্রেন্ডর্স ক্লাব
Little Friends Club
ডাকনামএলএফসি(LFC)
প্রতিষ্ঠিত১৫ ডিসেম্বর ১৯৭৪; ৪৯ বছর আগে (1974-12-15)
মাঠবিএসএস মোস্তফা কামাল স্টেডিয়াম
ধারণক্ষমতা২৫,০০০
মালিকবাংলাদেশ মোঃ হানিফ ইসলাম
প্রেসিডেন্টবাংলাদেশ সৈয়দ জাকারিয়া আলম
হেড কোচবাংলাদেশ সায়েম সারকার
লিগবাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
বর্তমান মৌসুম

লিটল ফ্রেন্ডস ক্লাব (ইংরেজি: Little Friends Club) লিটল ফ্রেন্ডর্স ক্লাব ঢাকার গোপীবাগে অবস্থিত একটি বাংলাদেশী ফুটবল ক্লাব। এটি বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্রতিদ্বন্দ্বিতা করে এটি একটি দ্বিতীয় স্তরের বাংলাদেশী ফুটবল লিগ। [১] [২] [৩] [৪]

ইতিহাস[সম্পাদনা]

লিটল ফ্রেন্ডস ক্লাব গোপীবাগের ঢাকা একটি ফুটবল ক্লাব যা ১৯৭৪ সালের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। দলটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-এ প্রতিদ্বন্দ্বিতা করে। ২০২২-২৩ মৌসুমটি হবে শীর্ষ পর্যায়ের বাংলাদেশী ফুটবল লীগে ক্লাবের উদ্বোধনী মৌসুম। এর আগে ২০২২ সালের অক্টোবরে ক্লাবটি ক্লাব লাইসেন্সিংয়ের মানদণ্ড পূরণ করেছিল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) ২০২২-২৩ মৌসুমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমান খেলোয়াড়[সম্পাদনা]

ক্লাব ম্যানেজমেন্ট এখনও আসন্ন মৌসুমের জন্য দল ঘোষণা করেনি।

প্রতিযোগিতামূলক রেকর্ড[সম্পাদনা]

৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
মৌসুম বিভাগ লীগ/কাপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ স্বাধীনতা কাপ লিগ/কাপের সর্বোচ্চ গোলদাতা(গুলি)
অংশ. জয় ড্র হার গোল.প. গোল.বি. পয়েন্ট অবস্থান খেলোয়াড় গোল
২০২২–২৩ স্বাধীনতা কাপ প্লে অফ বাংলাদেশ ইয়াসিন
বাংলাদেশ রায়হান
২০২২–২৩ বিসিএল সংকল্প থাকা

সিজন অনুসারে শীর্ষ গোলদাতা[সম্পাদনা]

১৯ জুলাই ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
মৌসুম খেলোয়াড় ম্যাচ গোল রেফ.
২০২২–২৩ বাংলাদেশ

হেড কোচ রেকর্ড[সম্পাদনা]

৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
প্রধান কোচ থেকে পর্যন্ত অংশগ্রহণ জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে % জয়ের হার
বাংলাদেশ সায়েম সরকার ২০ অক্টোবর ২০২২ বর্তমান !

ক্লাব পরিচালনা[সম্পাদনা]

বর্তমান কারিগরি কর্মী[সম্পাদনা]

২৭ অক্টোবর ২০২২ অনুযায়ী

নং অবস্থান নাম সূত্র
প্রধান কোচ বাংলাদেশ সৈয়দ লাবিব খান
সহকারী প্রশিক্ষক বাংলাদেশ এখনো নিশ্চিত করা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবল"Daily Offside Bangladesh। ১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২ 
  2. "বিসিএলে ফর্টিস একাডেমি ও লিটল ফ্রেন্ডস!"Offside Desk। ৩০ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২ 
  3. "৫ নভেম্বর গোপালগঞ্জে হবে লিটল ফ্রেন্ডস ক্লাব ও বিমান বাহিনীর ম্যাচ"www.jagonews24.com। ৩১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২ 
  4. "স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত; বাছাই খেলবে চার দল!"Offside Desk। ৩১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২