লাস্ট বাস (২০১৬-এর চলচ্চিত্র)
অবয়ব
লাস্ট বাস | |
---|---|
পরিচালক | এসডি অরবিন্দ |
প্রযোজক | জিএনসি রেড্ডি বি কৃষ্ণাপা এসডি অরবিন্দ প্রশান্ত কলুর গুরুরাজ কুলকার্নি (নাদাগৌদা) |
শ্রেষ্ঠাংশে | অবিনাশ নরসিমহারাজু মেঘাশ্রী ভাগবতার সমর্থ নরসিংহরাজু প্রকাশ বেলাওয়াদি |
সুরকার | এসডি অরবিন্দ |
চিত্রগ্রাহক | অনন্ত আরাসু |
সম্পাদক | শ্রী ক্রেজিমাইন্ডজ |
প্রযোজনা কোম্পানি | গোলস অ্যান্ড ড্রিমস / জি৯ কমিউনিকেশনস, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | কন্নড় |
লাস্ট বাস হল ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র। ছবিটি পরিচালনার সাথে ছবিটির সংগীত তৈরি করেছেন এবং সহ-প্রযোজনা করেছেন এসডি অরবিন্দ। [১][২] ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অবিনাশ নরসিমহারাজু, মেঘাশ্রী ভাগবতার, মনসা জোশী এবং সমর্থ নরসিংহরাজু। ছবিটি 'অ্যাডিভিলো লাস্ট বাস' নামে তেলুগু ভাষায় ডাব করিয়ে, একই বছরে মুক্তি পায়।
অভিনয়ে
[সম্পাদনা]- অবিনাশ নরসিমহারাজু – পৃথ্বী
- মেঘাশ্রী ভাগবতার – সীতা
- মনসা জোশী – মমতা
- সমর্থ নরসিংহরাজু – সুধাকার
- দীপা গৌদা – রিতা
- প্রকাশ বেলাওয়াদি – স্যান্ডি
- রাজেশ পিআই – সহস্র সাগর
- রাকা শঙ্কর সেট্টি – বাস চালক
- লোকেশচার – বাস কন্ডাক্টর
- স্নেহা নাগরাজ – মল্লিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "A Thrilling Ride with the Last Bus"। The New Indian Express। ২৫ ফেব্রুয়ারি ২০১৫। ২৬ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২।
- ↑ "Narasimharaju's last grandson boards the Last Bus!"। Filmcult। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬।