লানা মামকেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লানা মামকেজ হচ্ছেন একজন জর্দানিয় রাজনীতিবিদ, সাংবাদিক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

প্রারম্ভের জীবন[সম্পাদনা]

লানা মামকেজ জর্ডান বিশ্ববিদ্যালয় থেকে তার বিএ এবং এমএ সম্পন্ন করেন। ২০০২ সালে তিনি জর্দান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রোগ্রাম সম্পন্ন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

লানা জর্দান সরকারের মালিকানাধীন একটি আরবি ভাষার জর্দানিয়ান সংবাদপত্র "দৈনিক আল রা'ই"-এর একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। তিনি ইশরা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জর্ডানের আম্মানে অবস্থিত পেত্রা বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদেও শিক্ষকতা করেছেন। তিনি জর্ডানের বেশ কয়েকটি রেডিও স্টেশনে কাজ করেছেন। তিনি জর্ডান টেলিভিশনের প্রযোজক ছিলেন এবং টিভি শো উপস্থাপনা করেন।[১] ২ মার্চ ২০১৫-এ, তিনি প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসোর-এর মন্ত্রিসভার সংস্কৃতি মন্ত্রী নিযুক্ত হন, মন্ত্রিসভায় নিযুক্ত পাঁচ নারীর একজন ছিলেন তিনি।[২] মন্ত্রী হিসাবে তিনি জর্ডানের জেরশ গভর্নোরেটের রাজধানী জেরশ শহরে জেরশ সাংস্কৃতিক শহর প্রতিষ্ঠা প্রকল্পের সাথে কাজ করেন।[৩] তিনি আর্মেনিয়া ও জর্ডান এবং জর্ডানে আর্মেনিয়ান সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক উন্নত করার জন্যও কাজ করেছেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Minister Lana Mamkegh, Guide to Political Life in Jordan , Abdullah Ensour government "Second Cabinet reshuffle""jordanpolitics.org। Phenix Center for Economic & Informatics Studies। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৭ 
  2. "New Cabinet includes record five women ministers"Jordan Times। ২ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৭ 
  3. "Mamkegh discusses cultural projects in Jerash"Jordan Times। ২১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৭ 
  4. "Armenians part of diverse Jordanian identity — Mamkegh"jordantimes.com। Jordan Times। ১০ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৭