লাঁকোনু দ্য লা সেন
অবয়ব
লাঁকোনু দ্য লা সেন (ফরাসি: L'Inconnue de la Seine) একটি ফরাসি যুবতী মেয়ের নাম যার লাশ শনাক্ত করা যায়নি। তার মরণ-মুখোশ পরবর্তীতে সংস্কৃতির অঙ্গ হয়ে উঠে। শৌখিন শিল্পপ্রেমীরা তাদের ঘরের দেয়ালে তার মুখোশের ছবি টানিয়ে রাখতে শুরু করেন ১৯০০ সালের পরে। এছাড়া তার মৃত্যুকালীন এই মুখচ্ছবি বেশ কিছু সাহিত্যের জন্ম দিয়েছে। ফরাসি ভাষায় তার নামের অর্থ "সেন নদীর অজানা নারী"।