লরা ফার্স্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরা ফার্স্ট
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলজার্মানি
জন্ম (1991-04-23) ২৩ এপ্রিল ১৯৯১ (বয়স ৩২)
ক্রীড়া
দেশজার্মানি
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক্স

লরা ফার্স্ট (ইংরেজি: Laura Fürst; জন্ম: ২৪ এপ্রিল ১৯৯১) একজন ২.০ পয়েন্ট জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়। তিনি ১৯৯১ সালের ২৪ এপ্রিল মিউনিখে জন্মগ্রহণ করেছিলেন।[১]

খেলোয়াড় জীবন[সম্পাদনা]

লরা আরবিবি মিউনিখ দলের খেলার সাথে সাথে জার্মান জাতীয় হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে ২০১৪ মহিলা ওয়ার্ল্ড হুইলচেয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে রৌপ্য অর্জন করেছিলেন।

তিনি বহুবার বার তাঁর দেশের হয়ে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্বব করেছেন, তাঁর মধ্যে আছে ২০১৪ সালের কানাডাতে আইডাব্লুবিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ২০১৬ সালের রিউ দি জানেইরু গ্রীষ্মের প্যারালিম্পিক তিনি সেখানে রৌপ্য পদক লাভ করেছিলেন।[২] ২০১৮ সালে হামবুর্গ, আইডাব্লুবিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Laura Fürst" (German ভাষায়)। Rollstuhlbasketball München e.V। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৪ 
  2. "Wheelchair Basketball Germany"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮