লছমনদাস রাহেজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাচমন্দাস এস রাহেজা
পেশাব্যবসায়ী

লাচমন্দাস এস রাহেজা ছিলেন একজন ভারতীয় ব্যবসায়ী।

লাচমন্দাস রাহজা ১৯৫৬ সালে কে রাহেজা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তার তিন ছেলে ছিল। এক ছেলে গোপাল এল রাহেজা (মার্চ ২০১৪ সালে মারা যান), যিনি কে রাহেজা কনস্ট্রাকশন এবং কে রাহেজা হসপিটালিটির মালিক ছিলেন। আরেক ছেলে চন্দ্রু রাহেজা, কে রাহেজা কর্পোরেশন ও শপারস স্টপ-এর মালিক আর সুরেশ রাহেজা, কে রাহেজা ইউনিভার্সালের মালিক। [১][২][৩]

তার নামানুসারে মুম্বাইয়ের বান্দ্রার এল এস রাহেজা স্কুল অব আর্কিটেকচারের নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "After fighting him in court, Raheja leaves Rs 11,000-crore fortune to son | business"। Hindustan Times। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭ 
  2. "Article Window"। Epaper.timesofindia.com। ২৪ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭ 
  3. Sabarinath M, ET Bureau (১৪ এপ্রিল ২০১০)। "Raheja vs Raheja duel to spice up retail mart - The Economic Times"। Economictimes.indiatimes.com। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭