লগ্নভ্রষ্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লগ্নভ্রষ্ট হলো একটি সামাজিক ও কুসংস্কার মূলক উক্তি যা বিবাহ বা অন্যকোন শুভকাজ ভঙ্গ সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়।

বিশ্লেষণ[সম্পাদনা]

লগ্ন শব্দটি বাংলা ভাষায় বিবাহ বা "বিবাহ সম্পাদন" এর অর্থে ব্যবহৃত হয়। এটি একটি ব্যক্তির জীবনের একটি মহত্ত্বপূর্ণ ঘটনা, যেখানে সে দুটি ব্যক্তি একসাথে সম্পর্ক স্থাপন করে বা বিবাহ সম্পাদন করে। ভ্রষ্ট শব্দের অর্থ বাংলা ভাষায় "ক্ষয়কারী," "ধ্বংসক," "নিঃশেষে ভাংগিবাদী," অথবা "দুর্নীতিগ্রস্ত" ব্যক্তি বা কার্যকলাপের সাথে সম্পর্কিত। "ভ্রষ্ট" শব্দটি মৌলিক ভাষায় কোন ব্যক্তি, নীতি, বৃত্তি বা আচরণের মর্মান্তক অবস্থা সূচনা করতে ব্যবহৃত হয়। লগ্নভ্রষ্ট বলতে মানে হলো একজন বিয়েবাধ্য হলেও সে বিবাহিত জীবনে অবসরপ্রণ অথবা অন্য যে কোনো কারণে বিয়েটে যাওয়া হয়নি বা বিবাহ অবরোধ হয়েছে। অর্থাৎ, একজন বিয়েবাধ্য হলেও সে বিয়ে করেননি বা বিয়ে করতে পারেননি বলে "লগ্নভ্রষ্ট" বলা হয়। শব্দটি হিন্দু সমাজে বেশি ব্যবহার হতে দেখা যায়।[১]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হালদার, সুস্মিত। "বিয়ের পিঁড়িতে চোদ্দো শর্ত, শ্রীঘরে বর"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১২