রোদাকি
অবয়ব
গ্রীক ভাষায় রোদাকি শব্দের অর্থ হলো চাকা। রোদাকি [rɔˈdaki] হলো দক্ষিণ পোল্যান্ডের ওলকুস কাউন্টির, লেসার পোল্যান্ড ভয়েভডিশিপে অবস্থিত জিমিনা ক্লুজের প্রশাসনিক জেলার একটি গ্রাম। এটি ওলকুসজের প্রায় ১২ কিলোমিটার (৭ মা) উত্তরে এবং আঞ্চলিক রাজধানী ক্রাকুফ থেকে ৪৫ কিমি (২৮ মা) উত্তর-পশ্চিমে অবস্থিত।[১] গ্রামটির আনুমানিক জনসংখ্যা হল ৯৪৮ জন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Central Statistical Office (GUS) – TERYT (National Register of Territorial Land Apportionment Journal)" (Polish ভাষায়)। ২০০৮-০৬-০১।