রোজ হলারম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোজ হলারম্যান
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলমার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম (1995-12-25) ২৫ ডিসেম্বর ১৯৯৫ (বয়স ২৮)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
আঞ্চলিক ফাইনাল২০১৫ প্যারাপান আমেরিকান গেমস।
প্যারালিম্পিক ফাইনাল২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিক্স,
২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক্স

রোজ হলারম্যান (ইংরেজি: Rose Hollermann; জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৯৫) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

রোজ জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার এলিসিয়ান শহরে।[১] তিনি ওয়াটারভিলি-এলিসিয়ান-মরিস্টাউন উচ্চ বিদ্যালয়ে এবং পরে আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করেছিলেন।[১]

খেলোয়াড় জীবন[সম্পাদনা]

২০১১ সালের প্যারাপান আমেরিকান গেমস, ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক, ২০১৫ প্যারাপান আমেরিকান গেমস এবং ২০১৯ প্যারাপান আমেরিকান গেমসে, রোজ মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করেছিলেন।

২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে একট করে স্বর্ণপদক জয় করেছিলেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ROSE HOLLERMANN WHEELCHAIR BASKETBALL"teamusa.org 
  2. "Wheelchair Basketball United States of America"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭ 
  3. "USA's Becca Murray: Who I am as a person would be totally different if it weren't for wheelchair basketball"IWBF - International Wheelchair Basketball Federation (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭