বিষয়বস্তুতে চলুন

রোজা কুট্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোজা কুট্টি
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯৬৪ (বয়স ৫৯–৬০)
পেশাঅ্যাথলেট
পদকের তথ্য
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৯৮ এশিয়ান গেমস ৮০০ মি দৌড়

রোজা কুট্টি (জন্ম ১৯৬৪ সালে) একজন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি ১৯৯৬ এবং ২০০০ সালে অলিম্পিকে ৪x ৪০০ মিটার রিলে দৌড়ে অংশগ্রহণ করেছিলেন।[] তিনি ১৯৯৮ এশিয়ান গেমসে ৮০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছিলেন। তার বাড়ি কেরালার মুভাত্তুপুঝার আয়ভানায়। বর্তমানে ভারতের কর্ণাটক প্রদেশের ব্যাঙ্গালোরে থাকেন। তিনি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের ব্যাঙ্গালোর ডিভিশনে স্পোর্টস অফিসার হিসেবে কাজ করেন। ১৯৯৪ সালে তিনি তার কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন।

  • ১৯৮৯ সালে দিল্লি এশিয়ান মিট-এ ৮০০ মিটার দৌড়ে রৌপ্য পদক।
  • বেইজিং এশিয়াডে ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক।
  • ১৯৯৮ ব্যাংকক এশিয়াডে রৌপ্য পদক।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Evans, Hilary; Gjerde, Arild; Heijmans, Jeroen; Mallon, Bill; et al. "Rosa Kutty Kunnath Chacko Olympic Results". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC. Archived from the original on 18 April 2020. Retrieved 9 September 2017.