বিষয়বস্তুতে চলুন

রেবেকা পাও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাপ্তরিক প্রতিকৃতি, ২০২০

রেবেকা ফায়ে ক্লার্ক (জন্ম ১০ অক্টোবর ১৯৬০), তার প্রথম নাম রেবেকা পাও নামে বেশি পরিচিত, [১] একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি নভেম্বর ২০২৩ সাল থেকে সংসদীয় আন্ডার-সেক্রেটারি অফ স্টেট ফর নেচার হিসেবে কাজ করছেন।[২][৩] এছাড়াও এর আগে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগে সংসদীয় আন্ডার সেক্রেটারি অফ স্টেটের দায়িত্ব পালন করেছেন।

কনজারভেটিভ পার্টির একজন সদস্য, পাও ২০১৫ সাল থেকে পার্লামেন্ট সদস্য হিসাবে টনটন ডিনের প্রতিনিধিত্ব করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আপনাকে অবশ্যই issue= দিতে হবে।
  2. "Ministerial Appointments commencing: 25 October 2022"GOV.UK (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৯ 
  3. "Parliamentary Under Secretary of State (Minister for Environmental Quality and Resilience)"GOV.UK (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯