রুশ–সুইডিশ যুদ্ধ (১৬১০–১৬১৭)
অবয়ব
রুশ–সুইডিশ যুদ্ধ (১৬১০–১৬১৭) | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: রুশ–সুইডিশ যুদ্ধসমূহ এবং সমস্যার সময় | |||||||
১৬১১ সালে সংঘটিত নভগরোদের যুদ্ধের চিত্র | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
সুইডেন | রাশিয়া |
রুশ–সুইডিশ যুদ্ধ (১৬১০–১৬১৭) বা ইনগ্রিয়ার যুদ্ধ ১৬১০ থেকে ১৬১৭ সালে রাশিয়া ও সুইডেনের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধটি রাশিয়ার ইতিহাসের সমস্যার সময়ের অন্তর্গত এবং রুশ সিংহাসনে একজন সুইডিশ ডিউককে অধিষ্ঠিত করার প্রচেষ্টার জন্য বিখ্যাত। ১৬১৭ সালে স্তোলবোভোর সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে যুদ্ধটির সমাপ্তি ঘটে। এই সন্ধির ফলে রাশিয়ার এক বিরাট এলাকা সুইডেনের হস্তগত হয় এবং সুইডেনের ইতিহাসে মহানতার যুগের সূচনা ঘটে।