রিসোর্ট আইল্যান্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালদ্বীপের লান্ডা গিরাভারু দ্বীপের রিসোর্ট

রিসোর্ট আইল্যান্ড হলো সাধারণত একটি দ্বীপের কোনো হোটেল কমপ্লেক্স। কখনো কখনো একটি বিলাসবহুল রিসোর্ট সমস্ত দ্বীপের(আইল্যান্ড) কর্তৃত্ব নিয়ে নেয়। আরো বিস্তৃতভাবে রিসোর্ট আইল্যান্ড এমন কোনো দ্বীপ বোঝায় যাতে হোটেল, থাকার জায়গা, রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র ইত্যাদি রয়েছে এবং এগুলো ব্যবহারের পর্যাপ্ত সুযোগ-সুবিধা বিদ্যমান। রিসোর্ট আইল্যান্ডসমূহের প্রধান লক্ষ্য থাকে পর্যটক, অভিযান, আনন্দ ও অবসর সময় কাটানোর জন্য। [১]

রিসোর্ট আইল্যান্ডকে মাঝে মাঝে আইল্যান্ড রিসোর্টের সাথে মিলিয়ে ফেলা হয়। কিন্তু আসলে তা নয়। রিসোর্ট আইল্যান্ড হলো দ্বীপে অবস্থিত কোনো হোটেল বা সংশ্লিষ্ট থাকার জায়গা যা সমুদ্র তীরবর্তী বিচও হতে পারে। যেমনঃ সূর্যস্নান, সাঁতার, সার্ফিং ইত্যাদির জন্য জায়গা। অর্থাৎ আইল্যান্ড রিসোর্ট ও রিসোর্ট আইল্যান্ডের মধ্যে পার্থক্য হলো আইল্যান্ড রিসোর্ট সমুদ্রের তীরে অবস্থিত এবং রিসোর্ট আইল্যান্ড এর অবস্থান শুধু সমুদ্র তীরের মধ্যে সীমাবদ্ধ নয়।

ফরাসি পলিনেশিয়ার বোরা বোরা দ্বীপের একটি বাংলো

রিসোর্ট আইল্যান্ড এটির প্রাকৃতিক সৌন্দর্য্য যথাঃ সমুদ্র সৈকত, জীববৈচিত্র‍্য, জলজ বৈচিত্র‍্য, বন ও ব্যক্তিগত স্থান ইত্যাদি দ্বারা পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করে৷[তথ্যসূত্র প্রয়োজন] আবার কিছু কিছু রিসোর্ট আইল্যান্ড মনুষ্য নির্মিত স্থানের জন্য (যেমনঃ স্পা, ক্যাজিনো, পার্ক, রজনীকালীন সৌন্দর্য্য ইত্যাদি) আকর্ষণীয়।

তবে ক্ষুদ্র একটি দ্বীপকে রিসোর্টে পরিণত করার পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ে৷ (প্রবালপ্রাচীর খনন, নর্দমা, বালি উত্তোলন ইত্যাদি)। [২] তবে একটি রিসোর্টের মালিকেরা যে পরিমান নিরাপত্তা একটি দ্বীপকে দেয় তা অন্য কোনো সাধারণ জলজ এলাকার তুলনায় অনেক বেশি। [৩]

পৃথিবীর উল্লেখযোগ্য রিসোর্ট আইল্যান্ড[সম্পাদনা]

অস্ট্রেলিয়া[সম্পাদনা]

  • বেডারা আইল্যান্ড
  • ব্র‍্যামটন আইল্যান্ড
  • ডে ড্রিম আইল্যান্ড
  • ডাংক আইল্যান্ড
  • ফিটজরয় আইল্যান্ড (কুইন্সল্যান্ড)
  • গ্রেট কেপেল আইল্যান্ড
  • গ্রিন আইল্যান্ড (কুইন্সল্যান্ড)
  • হ্যাগারস্টোন আইল্যান্ড
  • হ্যামিল্টন আইল্যান্ড (কুইন্সল্যান্ড)
  • হ্যায়ম্যান আইল্যান্ড
  • হিঞ্চিনব্রুক আইল্যান্ড
  • লিন্ডেমান আইল্যান্ড
  • লিজার্ড আইল্যান্ড
  • লং আইল্যান্ড (হুইটসান্ডে আইল্যান্ড)
  • সাউথ মোল আইল্যান্ড

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Resorts"Island.com 
  2. Domroes, M. (২০০১)। "Conceptualising State-Controlled Resort Islands for an Environment-Friendly Development of Tourism: The Maldivian Experience"Singapore Journal of Tropical Geography22: 122–137। ডিওআই:10.1111/1467-9493.00098 
  3. Charlotte Moritz; Frédéric Ducarme; Michael J. Sweet; Michel D. Fox; Brian Zgliczynski; Nizam Ibrahim; Ahmed Basheer; Kathryn Furby; Zachary Caldwell; Chiara Pisapia; Gabriel Grimsditch; Ameer Abdulla  (২০১৭)। "The "resort effect": Can tourist islands act as refuges for coral reef species?"। Diversity and Distributions23 (11): 1301–1312। hdl:10545/621852ডিওআই:10.1111/ddi.12627অবাধে প্রবেশযোগ্য