বিষয়বস্তুতে চলুন

রিকনকোয়েস্টা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেন্টিগাস ডি সান্টা মারিয়া থেকে রিকনকোয়েস্টার একটি যুদ্ধ।

রিকনকোয়েস্টা (স্পেনীয়: Reconquista পুনর্বিজয়) দ্বারা ইবেরিয়ান উপদ্বীপে ৭১১ সালে মুসলিমদের স্পেন জয় থেকে শুরু করে গ্রানাডার পতন পর্যন্ত মোটামুটি ৭৮১ বছরের সময়কালকে বোঝানো হয়। নতুন পৃথিবী আবিষ্কারের আগে এই সময় সমাপ্ত হয়।

ইতিহাসবিদরা কোভাডুনগার যুদ্ধকে রিকনকোয়েস্টার সূচনা হিসেবে ধরেন। এতে পেলাজিয়াসের অধীন একটি ক্ষুদ্র সেনাবাহিনী উত্তর ইবেরিয়ার পার্বত্য অঞ্চলে উমাইয়া বাহিনীকে পরাজিত করে ক্ষুদ্র খ্রিষ্টান রাজ্য এস্টুরিয়াস প্রতিষ্ঠা করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Christian History