রায়ান হার্পার (দাবাড়ু)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রায়ান হার্পার
দেশত্রিনিদাদ ও টোবাগো
জন্ম (1977-03-29) ২৯ মার্চ ১৯৭৭ (বয়স ৪৭)[১]
পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো
খেতাবফিদে মাস্টার (2000)
সর্বোচ্চ রেটিং2309 (January 2018)

রায়ান হার্পার (জন্ম ১৯৭৭) পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ এবং টোবাগোর একজন দাবাড়ু। হার্পার নয়বার ত্রিনিদাদ ও টোবাগো দাবা চ্যাম্পিয়নশিপের জাতীয় চ্যাম্পিয়ন।[২]

তিনি একজন ফিদে মাস্টার। ২০১৩-এর হিসাব অনুযায়ী হার্পার তার দেশের শীর্ষস্থানীয় দাবাড়ু।

তিনি দেশে ও বিদেশে বেশ কয়েকটি দাবা প্রতিযোগিতা জিতেছেন।

তিনি ত্রিনিদাদ ও টোবাগোতে তার শীর্ষস্থান বজায় রেখে ২০১৮ সালের জানুয়ারিতে তার সর্বোচ্চ ২৩০৯ রেটিং অর্জন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ryan Harper" 
  2. Jacobs, Carl (২০১১-১১-০৩)। "Chess: Chess king Harper's elusive dream"। The Trinidad Guardian। 

আরও পড়া[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]