রামোন মের্কাদের
রামোন মের্কাদের | |
---|---|
![]() | |
জন্ম | |
অবস্থা | deceased |
মৃত্যু | ১৮ অক্টোবর ১৯৭৮ | (বয়স ৬৪)
মৃত্যুর কারণ | ফুসফুসের ক্যান্সার |
অন্যান্য নাম | জাক মরনার, ফ্রাঙ্ক জ্যাকসন |
পেশা | এনকেভিডির এজেন্ট |
দাম্পত্য সঙ্গী | রজেলিয়া মেন্দোসা |
পিতা-মাতা | পাউ মের্কাদের ই মারিনা (পিতা) ইউস্তাকিয়া মারিয়া কারিদাদ দেল রিও হার্নান্দেস (মাতা) |
দণ্ডাদেশের কারণ | খুন |
রামোন মের্কাদের (Ramon Mercader) ছিলেন স্পেনীয় কমিউনিস্ট ও এনকেভিডির এজেন্ট[১] এবং রুশ বিপ্লবের নেতা লিওন ত্রৎস্কির আততায়ী। তিনি ১৯৪০ সালের আগস্ট মাসে মেক্সিকো সিটিতে ত্রৎস্কিকে খুন করেন এবং তাকে এই খুনের জন্য ২০ বছর মেক্সিকোর কারাগারে সাজা ভোগ করতে হয়। জোসেফ স্টালিন তাকে অর্ডার অব লেনিনে ভূষিত করেন এবং ১৯৬১ সালে তাকে সোভিয়েত ইউনিয়নের বীর উপাধিতে ভূষিত করা হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ হুইটনি, ক্রেইগ আর. (১৬ জানুয়ারি ১৯৮৯)। "The New Trotsky: No Longer a Devil"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।