রান্দাল রোদ্রিগেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রান্দাল রোদ্রিগেস
২০২২ সালে পেনিয়ারোলের হয়ে রোদ্রিগেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রান্দাল হোনাস রোদ্রিগেস লুকাস[১]
জন্ম (2003-11-29) ২৯ নভেম্বর ২০০৩ (বয়স ২০)
জন্ম স্থান মালদোনাদো, উরুগুয়ে
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
পেনিয়ারোল
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:১৫, ১২ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রান্দাল হোনাস রোদ্রিগেস লুকাস (স্পেনীয়: Randall Rodríguez; জন্ম: ২৯ নভেম্বর ২০০৩; রান্দাল রোদ্রিগেস নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে উরুগুয়েয়ীয় ক্লাব পেনিয়ারোলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১৮ সালে, রোদ্রিগেস উরুগুয়ে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রান্দাল হোনাস রোদ্রিগেস লুকাস ২০০৩ সালের ২৯শে নভেম্বর তারিখে উরুগুয়ের মালদোনাদোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

রোদ্রিগেস উরুগুয়ে অনূর্ধ্ব-১৭, উরুগুয়ে অনূর্ধ্ব-২০ এবং উরুগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ৩০শে আগস্ট তারিখে তিনি উরুগুয়ে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৪৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA U-20 World Cup Argentina 2023™ SQUAD LIST: Uruguay (URU)" (পিডিএফ)। FIFA। ২২ মে ২০২৩। পৃষ্ঠা 22। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩ 
  2. "In good hands: Peñarol renewed Randall Rodríguez's contract"EPSN। জুন ২৪, ২০২২। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩ 
  3. "Randall Rodríguez joins first"Padreydecano.com। ১৭ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]