রাজা মোমো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৫ সালের ফ্লোরিয়ানপোলিশ এর কার্নিভালে রাজা মোমো

রাজা মোমো বা রাজা মোমোস বা রাজা মোমাস (পর্তুগীজ-এ রেই মোমো বা স্পেনীয়তে রে মোমো) মুলত ব্রাজিল ও কলম্বিয়ার অসংখ্য নাতিন উৎসব কার্নিভাল-এর রাজা বলে বিবেচিত হন। কার্নিভালের শুরুতে তার আগমন গুরুত্বপূর্ণ। প্রত্যেক কার্নিভালের নিজস্ব কিং মোমো রয়েছে প্রথাগতভাবে কিং মোমোর চরিত্রের জন্য একজন লম্বা ও মোটা গড়নের মানুষ-কে নির্বাচন করা হয়। কারণ আসল রাজা মোমো এরকম শারীরিক গড়নের ছিলেন।

আর্জেন্টিনা ও উরুগুয়েতে প্রায়ই কাগজের মণ্ডের ওপরে কাঠ বা তারের গঠন দিয়ে তৈরি বড় বা কখনও বিশাল পুতুল-কে রে মোমো হিসেবে তুলে ধরা হয়। এরকম ক্ষেত্রে রে মোমো-কে রশি দিয়ে টেনে বা ট্রাকের ওপর করে নিয়ে যাওয়া হয় এবং রে মোমো নৃত্যশিল্পীদের নিয়ে কার্নিভালে সভাপতিত্ব করেন পুতুল হলেও এটা এর প্রথাগত ঐতিহ্য ও বৈশিষ্ট্য যথাঃ ‘’’বর্ণাঢ্য ও রঙ্গিন পোশাক’’’, হাসিখুশি বা আনন্দিত মুখ’’’ এবং একটি সুস্পষ্ট পেট’’’ বজায় রাখে। পূর্বে এটা অনুষ্ঠানের পরে পুড়িয়ে ফেলা হত, কিন্তু বর্তমানে নিরাপত্তার কারণে এই প্রথাকে অনুৎসাহিত করা হচ্ছে।

মূল[সম্পাদনা]

রাজা মোমো গ্রীক দেবতা মোমাস (μῶμος) থেকে উদ্ভূত হন ।[১]

রিও ডি জেনিরো এর রাজা মোমোগণ[সম্পাদনা]

সম্ভবত সবচেয়ে বিখ্যাত রাজা মোমোগণ-কে রিও ডি জেনিরো-তে পাওয়া যায় যেখানে একজন নেতৃত্বদানকারী রাজার প্রথা ১৯৩৩ সালে পাওয়া যায়। [১]:

২০০৫ সালের কারিওকা কার্নিভালের রাজা মোমো মারসেলো রেইস
বছর নাম রেফারেন্স
১৯৩৩ এবং ১৯৪৮ পেপার মাচে ডল
১৯৪৯ গুস্তাভো মাত্তস
১৯৫০ গুস্তাভো মাত্তস
১৯৫১-১৯৫৭ নেলসন নোব্রে
১৯৫৮-১৯৭১ আব্রাহাও হাদ্দাদ
১৯৭২ এডসন সেরাফিন ডি সান্তানা
১৯৭৩ এলসন গমেজ ডা সিলভা (মাকুলা)
১৯৭৪-১৯৮২ এডসন সেরাফিন ডি সান্তানা
১৯৮৩ পাওলো ভিসেন্তে পাসেলি
১৯৮৪ রবারতো বারবোসা ডি কাস্ত্রো (রবারতো)
১৯৮৫-১৯৮৬ এডসন সেরাফিন ডি সান্তানা
১৯৮৭-১৯৯৫ রেনালডো ডি কারভালহো
১৯৯৬ পাওলো সিসার ব্রাগা সামপোরি
১৯৯৭-২০০৩ অ্যালেক্স ডি অলিভেইরা
২০০৪ ওয়াগনার জর্জ ভ্যান্দারসন সান্তোস মন্তেইরো [২]
২০০৫ মারসেলো ডি জেসাস রেইস
২০০৬-২০০৮ অ্যালেক্স ডি অলিভেইরা [৩][৪][৫]
২০০৯-২০১৩ মিলটন রদ্রিগেজ [৬][৭][৮]
১৯৮৮ সালে সান্তোস এ ব্রাজিলীয় কার্নিভাল-এর রাজা মোমো ওয়ালডেমার এস্তেভিস ডা কুনহা সাথে কুইন মিরা।

সান্তোসের কিং মোমোগণ[সম্পাদনা]

ওয়ালডেমার এস্তেভিস ডা কুনহা (জন্ম-১৯২০- মৃত্যু-২০১৩) [৯] ৯২ বছর বয়ছে অবসর নেয়ার আগে ১৯৫০-১৯৫৬ এবং ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সান্তোসের কিন মোমো ছিলেন। তিনি ব্রাজিল সবছেয়ে বৃদ্ধ কিং মোমো ছিলেন।[১০]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rio Carnival: World's biggest extravaganza (The Herald -Zimbabwe-, 11 March 2011)
  2. "Rei Momo magro inicia reinado no Rio de Janeiro" (Portuguese ভাষায়)। ফেব্রুয়ারি ২০, ২০০৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৯, ২০১৩ 
  3. "Alex is the King Momo for the eighth time and Queen is bi" (Portuguese ভাষায়)। ডিসেম্বর ২, ২০০৫। ডিসেম্বর ৩০, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৯, ২০১৩ 
  4. "Know the New River Momo King and Queen Carnival 2007" (Portuguese ভাষায়)। নভেম্বর ১১, ২০০৬। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৩ 
  5. "Rio already has Rei Momo and new Carnival Queen" (Portuguese ভাষায়)। অক্টোবর ২৭, ২০০৭। সেপ্টেম্বর ১৬, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৩ 
  6. "Rio knows the new King Momo and Queen of Carnival 2009" (Portuguese ভাষায়)। সেপ্টেম্বর ২৯, ২০০৮। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৩ 
  7. "King Momo and Queen of Carnival 2013 is elected at the Samba City" (Portuguese ভাষায়)। নভেম্বর ৪, ২০১২। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৩ 
  8. "Meet the king momo, queen and princesses of Carnival 2013" (Portuguese ভাষায়)। নভেম্বর ৪, ২০১২। সেপ্টেম্বর ২১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৩ 
  9. Novo Milênio: Tempo de Carnaval (5-a)
  10. Novo Milênio: Tempo de Carnaval (5-b)