রাজমোহনস ওয়াইফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজমোহনস ওয়াইফ, এটি বঙ্কিমের প্রথম লেখা উপন্যাস। [১] প্রকাশিত হয় ১৮৬২ সালে। [২][৩] এ উপন্যাসের নায়িকা দুইবোন হেমাঙ্গীনি ও মাতঙ্গীনি। হেমঙ্গেনি ছোট এবং মাধবের স্নগে তার বিবাহ হয়। অপরদিকে তার দিদির বিবাহ হয় গুন্ডা রাজমোহনের সাথে। মাধব ও মথুর দুই ভাই। মাধব উচ্চ শিক্ষিত ছেলে আর মথুর থাকে মূর্খ। মথুর মাধবকে বঞ্চিত করতে জমির উইল চুরি করে। চোরদলের সাথে থাকে রাজমোহন তথা মাতঙ্গীির স্বামী। মাতঙ্গীনি আগেই চুরির ঘটনা জানতে পারে এবং সে সজাগ করে দেয়। রাজমোহোন আত্মহত্যা করে। এটাই এ উপন্যাসের কাহিনী।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়"Sothik (ইংরেজি ভাষায়)। ২০১২-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩ 
  2. link, Get; Facebook; Twitter; Pinterest; Email; Apps, Other। "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / রাজর্ষি রায়"। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩ 
  3. Dhakatimes24.com। "বঙ্কিমের 'আনন্দমঠ' বিশ্বমানের সাহিত্য: মার্কিন লেখক"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩