রাকেশ কৃষ্ণন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাকেশ কৃষ্ণান (জন্ম ২৩ জুলাই ১৯৮৩) একজন ভারতীয় ক্রিকেটার। তিনি একজন বাঁ-হাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক বোলার যিনি বাংলার হয়ে খেলেছেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন।

কৃষ্ণান বেঙ্গল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম ক্রিকেটে উপস্থিত হন, ওপেনিং অর্ডারে এবং এর আশেপাশে ব্যাটিং করেন। তিনি ১৯৯৮-৯৯ সালের বিজয় মার্চেন্ট ট্রফি প্রতিযোগিতায় দলের হয়ে পাঁচটি খেলা খেলেন, যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে ড্রয়ের পর প্রতিযোগিতা থেকে বাদ পড়ার আগে বাংলা প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছিল।

২০০৪-০৫ সালের রঞ্জি ট্রফি প্রতিযোগিতায়, ২০০৪ সালের ডিসেম্বরে দিল্লির বিরুদ্ধে কৃষ্ণান দলের হয়ে প্রথম-শ্রেণীর একক উপস্থিতি করেছিলেন। আপার-মিডল অর্ডারে ব্যাটিং করে ম্যাচের প্রথম ইনিংসে ১৩ রান, দ্বিতীয় ইনিংসে ৩৪ রান।

কৃষ্ণান বাংলার প্রধান ক্রিকেট ক্লাবগুলোর হয়ে প্রথম-বিভাগের ক্রিকেট খেলে আসছেন। বর্তমানে তিনি মোহনবাগান ক্লাবের হয়ে খেলছেন। সম্প্রতি তিনি স্থানীয় ক্লাব একদিনের প্রতিযোগিতায় অপরাজিত ১০১ (৪০) রান করেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]