রসুল বিজয় (শেখ চাঁদের কাব্য)
লেখক | শেখ চাঁদ |
---|---|
দেশ | মুঘল ভারত |
ভাষা | বাংলা |
ধরন | মারফতি কথা ও রাসুলের জীবনী |
প্রকাশনার তারিখ | ১৫ শতক |
মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ (শক্তমলাট) |
রসুল বিজয় মধ্যযুগীয় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি শেখ চাঁদের একটি কাব্যগ্রন্থ।[১] এ কাব্যটি কবির পীর শাহদৌলার আদেশে লেখা হয়েছে। বইটিতে ইসলামের শেষ নবী মুহাম্মাদের জীবনী সংক্রান্ত বই, তবে বইটিতে মারফত সম্বন্ধীয় আলোচনা আধিক্য পেয়েছে।[২] বইটিতে কবি শেখ চাঁদ তার গুরু পীর শাহদৌলার নানা জটিল তত্ত্বমূলক প্রশ্ন করেছেন, এবং তার পীর এসব প্রশ্নের উত্তর দিয়েছেন, এভাবেই কাব্যটি রচনা হয়েছে। সেই হিসাবে কাব্যটি একটি প্রশ্নোত্তর কাব্য বলা যায়।
বইটি কালের পরিক্রমায় হারিয়ে যায়, তবে কিয়ামত নামা একটি বইয়ে রসুল বিজয় বই সম্পর্কে জানা যায়, এবং বইয়ের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই গ্রন্থটি কবি শাহদৌলার চিন্তা-চেতনা ও কর্মের সাথে যথেষ্ট মিল রয়েছে। বইটি বাংলা গদ্য সাহিত্যের একটি প্রাচীনতম কাব্য হিসাবে বিবেচনা করা হয়। হিসাবে খ্যাতি লাভ করেছে।[৩]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলীম, হাসান। "রাসূল প্রশস্তি"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১।
- ↑ "বাংলা সাহিত্যে রসুলচরিত"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "মোগল আমলে বাংলা সাহিত্য"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৯।