রক ক্লাইম্বিং
রক ক্লাইম্বিং হচ্ছে সেসকল কার্যক্রম যেখানে একজন অংশগ্রহণকারী একটি প্রাকৃতিক পর্বত বা কৃত্রিমভাবে তৈরি পর্বতে আরোহণ করে থাকেন । এক্ষেত্রে লক্ষ্য বা উদ্দেশ্য হলো সফলভাবে পর্বতের চূড়ায় পৌঁছানো ।[১]
ইতিহাস
[সম্পাদনা]দুইশত বি সি পুরোনো চিত্রে চীনা রক ক্লাইম্বিং এর চিত্র পাওয়া যায়। ১২শ শতা্ব্দীতে আমেরিকাতে পাহাড়ের খাঁজে বসবাসকারী আনাসাজি-দেরকে দক্ষ পর্বতারোহী বলে মনে করা হতো । ১৮৮০ সালের দিকে ইউরোপে পর্বতারোহন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে ।[২]
স্টাইল
[সম্পাদনা]‘হাউ টু রক ক্লাইম্ব’ এ জন লং বলেন যে দক্ষ পর্বতারোহীর ক্ষেত্রে শুধুমাত্র চূঁড়ায় পৌঁছানোই যথেষ্ট নয়; বরং সে কীভাবে পর্বতারোহণ করছে তা একটি জরুরি ও লক্ষণীয় বিষয় ।[২][৩]
পর্বতারোহণের ধরণ
[সম্পাদনা]বর্তমান সময়ে যে পর্বতরোহণ করা হয় তার বেশিরভাগকেই বলা যেতে পারে ফ্রি ক্লাইম্বিং বা মুক্ত আরোহণ পদ্ধতি-পাহাড়ে আরোহণ করা হয় মূলত নিজের শারীরিক শক্তি সামর্থ্যের উপর নির্ভর করে-যা এইড ক্লাইম্বিং এর বিপরীত ।
এইড ক্লাইম্বিং
[সম্পাদনা]এখনও এটি উঁচু দেয়াল বেয়ে উঠার ক্ষেত্রে জনপ্রিয় পদ্ধতি । এ পদ্ধতিতে একজন আরোহী একের পর এক নিরাপদ গিয়ার স্থাপনের মাধ্যমে সাবলীলভাবে দেয়াল বেয়ে উঠে ।
ফ্রি ক্লাইম্বিং
[সম্পাদনা]এক্ষেত্রে একজন আরোহীকে মূলত নিজের শারীরিক শক্তি সামর্থ্যের উপর নির্ভর করতে হয় । এই পদ্ধতিটি পর্বতারোহণের ক্ষেত্রে খুবই প্রচলিত একটি পদ্ধতি । ফ্রি ক্লাইম্বিং এর ক্ষেত্রে খুঁটিতে বাঁধা রশি ব্যবহার করা হতে পারে । রশি এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিরাপত্তার লক্ষ্যে ব্যবহৃত হয় ।[৭]
এছাড়াও অন্যান্য পদ্ধতিগুলো হচ্ছে- বোল্ডারিং, সোলো ক্লাইম্বিং, ট্র্যাড ক্লাইম্বিং, ডিপ ওয়াটার সোলোয়িং, ফ্রি সোলোয়িং, রোপড সোলো ক্লাইম্বিং, লিড ক্লাইম্বিং, মাল্টি পীচ ক্লাইম্বিং, স্পোর্টস ক্লাইম্বিং, ট্র্যাডিশনাল ক্লাইম্বিং ইত্যাদি ।
পর্বতারোহণের কৌশল
[সম্পাদনা]সফলভাবে বিভিন্ন ধরনের পর্বত আরোহণের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ও কৌশল ব্যবহৃত হয় ।
ক্র্যাক ক্লাইম্বিং
[সম্পাদনা]ক্রাক ক্লাইম্বিং হচ্ছে পর্বতারোহণর এমন এক পদ্ধতি, যেখানে বিশেষ আরোহণ কৌশল ব্যবহার করে পাহাড়ের ফাটল বেয়ে চূঁড়ায় আরোহণ করতে হয় । ফাটলগুলো আকারে হাতের আঙুল হতে আরোহীর পুরো দেহের সমান আকারের হতে পারে ।
দ্বৈত আরোহণ
[সম্পাদনা]এক্ষেত্রে দুইজন পর্বতারোহী একসাথে পাহাড়ে আরোহণ করে থাকে । উপরের আরোহী যে গিয়ার স্থাপন করে, নিচের আরোহী তার সাহায্যে উপরে আরোহণ করে থাকে । যখন উপরের আরোহীর গিয়ারের সংখ্যা কমে যায়, তখন তারা একটি বিলে স্টেশন প্রস্তুত করে এবং নিচের আরোহীর নিকট হতে প্রয়োজনীয় গিয়ার সংগ্রহ করে ।
এসকল পদ্ধতি বা কৌশল ছাড়াও রয়েছে স্ল্যাব ক্লাইম্বিং এবং ফেস ক্লাইমিং কৌশল ।
গ্রেডিং পদ্ধতি
[সম্পাদনা]বিভিন্ন দেশ বা অঞ্চলের ক্লাইম্বিং কমিউনিটি ক্লাইম্বিং রুটের উপর ভিত্তি করে তাদের নিজস্ব রেটিং নির্ধারন করেছে । যেহেতু মানুষের পর্বতারোহণের সম্পূর্ণ সক্ষমতা নির্দিষ্ট করে নির্ধারন করা সম্ভব নয়, তাই এ রেটিং পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রেই পরিবর্তনশীল ।[৮]
পরিবেশ
[সম্পাদনা]ইনডোর ক্লাইম্বিং
[সম্পাদনা]পাহাড়ের মত করে কৃত্রিমভাবে তৈরীকৃত বিল্ডিংগুলো ইনডোর ক্লাইম্বিং এর জন্য ব্যবহৃত হয় । ইনডোর ক্লাইম্বিং এর মাধ্যমে একজন পর্বতারোহী তার রক ক্লাইম্বিং এর দক্ষতা বৃদ্ধি করতে পারেন । অনেকেই শারীরিক কসরৎ কিংবা নিছক মজার জন্য এ ধরনের ক্লাইম্বিং এ অংশগ্রহণ করে থাকেন ।
আউটডোর ক্লাইম্বিং
[সম্পাদনা]আউটডোর ক্লাইম্বিং এর জন্য সাধারণত রৌদ্রজ্বল দিনগুলো বেছে নেওয়া হয়, যেন আরোহীরা সহজে চূড়ায় আরোহণ করতে পারেন । তবে, অনেক দক্ষ পর্বতারোহী ক্লাইম্বিং এর জন্য প্রতিকূল আবহাওয়া অথবা রাতকে বেছে নেন ।
সংরঞ্জামাদি
[সম্পাদনা]অধিকাংশ পর্বতারোহীগণ বিশেষ রাবারের জুতা যা আকারে সাধারণ জুতার চেয়ে ছোট আকারের হয়ে থাকে, ব্যবহার করে থাকেন । এছাড়া হাতের ঘামকে শুকানোর জন্য ম্যাগনেশিয়াম কার্বোনেট, যা ক্লাইম্বিং চক নামে পরিচিত, ব্যবহার করে থাকেন । পর্বতারোহীদের জন্য অপর একটি অপরিহার্য সরঞ্জাম হলো রোপ বা রশি । অনেক পর্বতারোহী নিরাপত্তার লক্ষ্যে হেলমেট ব্যবহার করে থাকেন ।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ The Mountaineers Books (২০১০)। Mountaineering: The Freedom of the Hills (8th সংস্করণ)। Swan Hill Press। পৃষ্ঠা 592। আইএসবিএন 9781594851384।
- ↑ Matt Samet। "Climbing Dictionary"। climbing.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ Bisharat, Andrew (২০০৯)। Sport Climbing: From Top Rope to Redpoint, Techniques for Climbing Success। The Mountaineers Books। পৃষ্ঠা 209–210। আইএসবিএন 9781594854613। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ Hörst, Erik J. (২০০৩)। Training for Climbing: The Definitive Guide to Improving Your Climbing। Guilford, Connecticut, Helena, Montana: Falcon Publishing। পৃষ্ঠা 151। আইএসবিএন 0-7627-2313-0। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৬।