যিশুর স্ত্রী লিখিত সুসমাচার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গসপেল অফ জেসাসেস’ ওয়াইফ, ডান পৃষ্ঠা

যিশুর স্ত্রী লিখিত সুসমাচার (ইংরেজি: Gospel of Jesus' Wife; "গসপেল অফ জেসাসেস’ ওয়াইফ") হল প্যাপিরাসের একটি খণ্ড। এই প্যাপিরাসটিতে কপটিক হরফে যা লিখিত আছে তার মধ্যে "যিশু তাদের বললেন, 'আমার স্ত্রী...'" ("Jesus said to them, 'my wife...'") বাক্যবন্ধটি পাওয়া যায়। ২০১২ সালে প্রকাশিত হওয়ার পর এটি বহু মানুষের মনোযোগ আকর্ষণ করে। কারণ, এই প্যাপিরাস খণ্ডে লিখিত অংশটি ইঙ্গিত করে কোনও কোনও আদি খ্রিস্টান বিশ্বাস করতেন যে, যিশু ছিলেন বিবাহিত।

হার্ভার্ড ডিভিনিটি স্কুলের অধ্যাপক কারেন এল. কিং প্যাপিরাস খণ্ডটি প্রথম সর্বসমক্ষে আনেন।[১][২][৩] তিনি প্রথমে বলেন যে, প্যাপিরাসটিতে লিখিত রচনাটি সম্ভবত খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর শেষভাগে গ্রিক ভাষায় লেখা একটি গসপেলের চতুর্থ শতাব্দীতে কৃত কপটিক অনুবাদ।[৪] ২০১৬ সালের জুন মাসে আটলান্টিক পত্রিকায় এরিয়েল সাবারের একটি তদন্তমূলক নিবন্ধ অনলাইনে প্রকাশিত হওয়ার পর[৫] কিং স্বীকার করেন যে, প্রমাণগুলি এখন "জালিয়াতির দিকে নির্দেশ করছে।"[৬]

রেডিওকার্বন কালনির্ণয় পদ্ধতির প্রয়োগে নিশ্চিতভাবে জানা গিয়েছে যে, প্যাপিরাসটি মধ্যযুগীয়। প্যাপিরাসের ভাষাটিকে আরও বিশ্লেষণ করে অধিকাংশ গবেষকই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এটি টমাস লিখিত সুসমাচার থেকে নকল করা হয়েছে।[৭] প্যাপিরাস খণ্ডটির উৎস এবং একই অজ্ঞাতনামা মালিকের থেকে প্রাপ্ত অন্য একটি প্যাপিরাস খণ্ডের সঙ্গে এটির সাদৃশ্য দেখে অনেকেই এটিকে জাল বলে বিশ্বাস করেন। এই বিশ্বাসের সমর্থনে গবেষকদের মধ্যে একটি সাধারণ ঐকমত্য রয়েছে যে, এই লেখাটি মধ্যযুগীয় প্যাপিরাসের টুকরোর উপর আধুনিক কালে লিখিত একটি জাল রচনা।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Trifunov, David (সেপ্টেম্বর ১৮, ২০১২)। ""Gospel of Jesus's Wife" revealed in Rome by Harvard scholar"Global Post। সংগ্রহের তারিখ এপ্রিল ২৫, ২০১৪ 
  2. Trifunov, David (সেপ্টেম্বর ১৯, ২০১২)। "Was Jesus married? New papyrus fragment fuels debate"The Sydney Morning Herald। সংগ্রহের তারিখ এপ্রিল ২৫, ২০১৪ 
  3. Bartlett, Tom (অক্টোবর ১, ২০১২)। "The Lessons of Jesus' Wife debate"The Chronicle of Higher Education। সংগ্রহের তারিখ এপ্রিল ২৫, ২০১৪ 
  4. "The Gospel of Jesus's Wife: A New Coptic Gospel Papyrus"Harvard Divinity School। ডিসেম্বর ২৬, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৯, ২০১২ 
  5. Ariel Sabar। "The Unbelievable Tale of Jesus's Wife"The Atlantic। সংগ্রহের তারিখ জুন ১৮, ২০১৬ 
  6. Sabar, Ariel। "The Scholar Who Discovered the 'Jesus's Wife' Fragment Now Says It's Likely a Fake"The Atlantic। সংগ্রহের তারিখ জুন ১৮, ২০১৬ 
  7. Joel Baden and Candida Moss (ডিসেম্বর ২০১৪)। "The Curious Case of Jesus's Wife"The Atlantic 

বহিঃসংযোগ[সম্পাদনা]