ম্যাডিসন ইসেম্যান
ম্যাডিসন ইসেম্যান | |
---|---|
![]() | |
জন্ম | ১৪ ফেব্রুয়ারি ১৯৯৭ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৩–বর্তমান |
পরিচিতির কারণ | স্টিল দ্য কিং ধারাবাহিকে শার্লট ভূমিকার জন্য। |
ম্যাডিসন ইসেম্যান (জন্ম ফেব্রুয়ারি, ১৪, ১৯৯৭) একজন মার্কিন অভিনেত্রী। তিনি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএমটিতে প্রচারিত হাস্যরসমূলক ধারাবাহিক স্টিল দ্য কিং এ তার ভূমিকার জন্য পরিচিত। [১][২] ধারাবাহিকটিতে তিনি মার্কিন গায়ক বিলি রে সাইরাস'এর কন্যার ভূমিকায় অভিনয় করেছেন। হাস্যরস ভিত্তিক "স্টিল দ্য কিং" ধারাবাহিকে চরিত্র পাওয়ার জন্য তাকে বেশ কয়েক মাস ধরে সর্বমোট চারটি পরীক্ষা দিতে হয়েছিল। [৩][৪]
ইসেম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্য থেকে এসেছেন। [৫]
তাকে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসিতে প্রচারিত পারিবারিক এবং দৈনন্দিন কাহিনী সমৃদ্ধ হাস্যরস ধারাবাহিক মডার্ন ফ্যামিলি এবং শিশুতোষ চ্যানেল নিকেলোডিয়ন-এ প্রচারিত আরেকটি হাস্যরসমূলক ধারাবাহিক হেনরি ডেন্জার হাজির হতে দেখা গিয়েছে। ২০১৭ সালে, তিনি সদ্য মুক্তি পাওয়া উত্তেজনাময় ঘটনা এবং দু:সাহসিক কর্মপ্রচেষ্টাসম্পন্ন জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র জুমান্জি: ওয়েলকাম ট্যু দ্য জঙ্গল-এ "বেথানি" ভূমিকায় অভিনয় করেন। [৬][৭]
চলচ্চিত্র সমূহ[সম্পাদনা]
চলচ্চিত্র[সম্পাদনা]
সাল | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | |
---|---|---|---|---|
২০১৩ | সেকেন্ড চ্যান্সেস | চারিটি | ||
২০১৪ | সি উইল বি ফ্রি | স্যাম | সংক্ষিপ্ত | |
২০১৩ | টিকেট দ্য হান্টেড ম্যানশন | ভিকি | সংক্ষিপ্ত | |
২০১৪ | মিস ভার্জিনিয়া | নাদিয়া | সংক্ষিপ্ত | |
২০১৫ | ডিসপেয়ার সিজনস | ভেরোনিকা | ||
২০১৫ | দ্য বেটার হাফ | হিথার | ||
২০১৫ | টেইস অব হলউইন | লিজি | অংশ: "সুইট ট্যুথ" | |
২০১৫ | গোস্ট স্কোয়াড | ব্রেন্ডি | ||
২০১৬ | ম্যারেজ অব লাইস | কিনা | ||
২০১৬ | কিলার কোচ | এমিলি | ||
২০১৬ | পেঙ্গুয়িন ফ্লু | বেয়ন্স | সংক্ষিপ্ত | |
২০১৬ | লেইড ইন আমেরিকা | কাইলি | ||
২০১৬ | ৪৮ আওয়ারস ট্যু লিভ | তরুনী শেরিলিন | ||
২০১৭ | লিজা, লিজা, স্কাইস আর গ্রে | নেন্সি | ||
২০১৭ | বিউটি মার্ক | প্যাম | ||
২০১৭ | জুমান্জি: ওয়েলকাম ট্যু দ্য জঙ্গল | বেথানি ওয়াকার | ||
২০১৭ | দ্য রেকহালস | র্যাচল ন্যালসন | ছোট পর্দার চলচ্চিত্র | |
২০১৯ | অ্যানাবেল কামস্ হোম | মেরী এলেন |
ছোট পর্দায়[সম্পাদনা]
সাল | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১৪ | মডার্ন ফ্যামিলি | স্যাম | "মার্কো পোলো" |
২০১৫ | দ্য স্যোশাল এক্সপেরিমেন্ট | ক্যায়সি | ছোট পর্দার ধারাবাহিক; ৫ টি পর্ব |
২০১৫ | হেনরি ডেন্জার | ভেরোনিকা | "হেনরি এন্ড দ্য ব্যাড গার্ল: পর্ব ১ এবং ২", "ওয়ান হেনরি, থ্রী গার্লস: পর্ব ১" |
২০১৫ | কিরবি বাকেটস | রেবেকা ভেন্ডারবাফ | "ওয়্যার এন্ড পিজ্জা" |
২০১৫ | দ্য ব্লাফস | লিয়াহ | "পাইলট" |
২০১৬ | দ্য রিয়্যাল ও'নেইল্স | ম্যাডিসন | "দ্য রিয়্যাল এফ ওয়ার্ড" |
২০১৬ | দোজ হ্যু কান্ট | বেকি কসগ্রুভ | "ওফ, নাট সিটি", "অব লাইস এন্ড মেন", "কে-পপ গোজ দ্য অইসেল" |
২০১৬ | আই নো হয়্যার লিজি ইজ | লিজি হোল্ডেন | ছোট পর্দার ধারাবাহিক |
২০১৬ | নোচেন কোন প্লাটানিটো | "১৫.৭" | |
২০১৬–বর্তমান | স্টিল দ্য কিং | শার্লট | মূল ভূমিকায়; ১৪ টি পর্ব |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "FNM Exclusive: Billy Ray Cyrus and Madison Iseman Say 'There's Never Been a Show' Quite Like 'Still the King'"। Fox News Magazine। ২০১৬-০৬-১০। ২০১৬-০৬-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮।
- ↑ Pedersen, Erik (২০১৫-১১-১৯)। "CMT's 'Still The King' Rounds Out Cast With Madison Iseman, Travis Nicholson & Others"। Deadline। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮।
- ↑ Dilip, Mangala (২০১৬-০৫-২৯)। "Interview: 'Still The King' star Madison Iseman talks about TV dad Billy Ray Cyrus, teases surprise guests"। International Business Times, India Edition। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮।
- ↑ mariabella (২০১৫-১১-১৯)। "Madison Iseman, Travis Nicholson y otros fichajes para la comedia de CMT Still the King"। Series Adictos (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮।
- ↑ Heinichen, Claire (২০১৬-০১-২২)। "Still The King's Madison Iseman: Get to Know the Girl Behind Charlotte"। CMT News। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮।
- ↑ Saclao, Christian (২০১৬-০৯-২০)। "'Jumanji' Casting: 'Still The King' Star Madison Iseman Reacts To Joining The Sequel"। International Business Times। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৩।
- ↑ White, James (২০১৬-০৯-২৫)। "Alex Wolff, Ser'Darius Blain and Madison Iseman join Jumanji"। Empire (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৩।