বিষয়বস্তুতে চলুন

শহীদুজ্জামান সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মো. শহিদুজ্জামান সরকার থেকে পুনর্নির্দেশিত)
মো. শহিদুজ্জামান সরকার
নওগাঁ-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০৯ – ৬ আগস্ট, ২০২৪[]
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-12-13) ডিসেম্বর ১৩, ১৯৫৫ (বয়স ৬৮)
নওগাঁ, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশী
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কআব্বাস আলী মন্ডল (শশুর)
শিক্ষাস্নাতকোত্তর
পেশাআইনজীবী

মো. শহিদুজ্জামান সরকার (জন্ম: ১৩ ডিসেম্বর ১৯৫৫) বাংলাদেশী রাজনীতিবিদ ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য।

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

মো. শহিদুজ্জামান সরকারের পৈতৃক বাড়ি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার বীরগ্রাম গ্রামে। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

পেশায় আইনজীবী মো. শহিদুজ্জামান সরকার রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

শহীদুজ্জামান সরকার ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরাজিত হন।

২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; অআ নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  3. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 

বহি:সংযোগ

[সম্পাদনা]