মোহাম্মদ বিন সাঈদ বিন খালফান আল মামারি
অবয়ব
মোহাম্মদ বিন সাঈদ বিন খালফান আল মামারি | |
---|---|
আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৬ জুন ২০২২ | |
সার্বভৌম শাসক | হাইসাম বিন তারিক আল সাইদ |
প্রধানমন্ত্রী | হাইসাম বিন তারিক আল সাইদ |
মোহাম্মদ বিন সাঈদ বিন খালফান আল মামারি হলেন ওমানের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী। তিনি ২০২২ সালের ১৬ জুন ধর্মমন্ত্রী হিসাবে নিযুক্ত হন।[১][২][৩]
শিক্ষা
[সম্পাদনা]মোহাম্মদ বিন সাঈদ বিন খালফান আল মামারি যুক্তরাজ্য ও জার্মানির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন[৪] এবং ইসলাম শিক্ষা বিষয়ে ডক্টরেট করেছেন।[৫]
কর্মজীবন
[সম্পাদনা]আল মামারি আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিসের উপদেষ্টা[৪][৫][৬] এবং ওমানি সহনশীলতা প্রকল্পের পরিচালক ছিলেন।[৭]
২০২০ সালের ১২ আগস্ট এ, আল মামারি আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন।[৪][৫][৮]
২০২২ সালের ১৬ জুন থেকে আল মামারি আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "মন্ত্রিসভায় রদবদল করলেন ওমানের সুলতান"। gulfnews.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১১।
- ↑ ক খ "নতুন মন্ত্রী নিয়োগে রাজকীয় ফরমান জারি"। www.omanobserver.om (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১১।
- ↑ ক খ "মন্ত্রীদের ছবি"। FM.gov.om (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১১।
- ↑ ক খ গ "ড. মোহাম্মদ আল মামারি ওমানের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন"। www.thearabianstories.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮।
- ↑ ক খ গ "ড. মোহাম্মদ বিন সাঈদ আল মামারি নতুন ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন"। arabiandaily.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১১।
- ↑ "সহনশীলতা বোঝার সহাবস্থান- ওমানের ইসলামের বার্তা" (পিডিএফ)। www.mora.gov.bn। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "এপ্রিল ২০১০ থেকে জুন ২০১৯ পর্যন্ত ১২৫টি প্রদর্শনী" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১১।
- ↑ "ওমান সহনশীলতা, সকল মানুষের প্রতি শ্রদ্ধা মেনে চলার ঘোষণা দেয়"। টাইমস অফ ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১১।